বন্ধ নয়, নতুন সময়সূচি অনুযায়ী চলবে জাবি গ্রন্থাগার

প্রকাশ | ২৩ জানুয়ারি ২০২২, ১৮:৪১

জাবি প্রতিনিধি

করোনা মহামারির কারণে সশরীরে ক্লাস-পরীক্ষা বন্ধ থাকলেও নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী সচল থাকবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কেন্দ্রীয় গ্রন্থাগার

 

রবিবার (২৩ জানুয়ারি) কেন্দ্রীয় গ্রন্থাগারের ভারপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক মুহম্মদ হানিফ আলী দৈনিক যায়যায়দিন-কে তথ্য নিশ্চিত করেছেন

 

নতুন সময়সূচি অনুযায়ী, শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এবং শুক্রবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত কেন্দ্রীয় গ্রন্থাগার খোলা থাকবে

 

এসময় শিক্ষার্থীদেরকে মাস্ক পরে প্রবেশ করা এবং সামাজিক দূরত্ব বজায় রাখা বাধ্যতামূলক এছাড়াও করোনা ভাইরাসের দ্রুত সংক্রমনের কারণে শুধুমাত্র বর্তমান শিক্ষার্থীরাই লাইব্রেরিতে পড়ার সুযোগ পাবে প্রাক্তন কোন শিক্ষার্থী লাইব্রেরিতে পড়ার সুযোগ পাবে না

 

এবিষয়ে অধ্যাপক মুহম্মদ হানিফ আলী বলেন, 'আমরা সবসময় চাই লাইব্রেরি সচল থাকুক শিক্ষার্থীরা এখানে পড়ালেখা করুক কিন্তু করোনা পরিস্থিতির কারণে বিশ্ববিদ্যালয় প্রশাসন সাময়িকভাবে লাইব্রেরি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল এতে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছিল বিষয়টি বিবেচনা করে আমরা স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের জন্য লাইব্রেরি সচল রাখার সিদ্ধান্ত নিয়েছি'

 

 

শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেল বলেন, 'অধিকাংশ ব্যাচের ফাইনাল পরীক্ষা চলছে বা শুরু হবে এসময়ে লাইব্রেরিতে পড়াশোনার সুযোগ না পেলে শিক্ষার্থীরা অনেক পিছিয়ে পড়বে সেকারণে তারা জাবি শাখা ছাত্রলীগের কাছে অনুরোধ করে বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের সাথে কথা বলার জন্য আমরা শিক্ষার্থীদের যৌক্তিক দাবি নিয়ে লাইব্রেরি কর্তৃপক্ষের সাথে আলোচনা করেছি আমাদের অনুরোধ রাখার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই জাবি শাখা ছাত্রলীগ শিক্ষার্থীবান্ধব যেকোন কাজে সবসময় শিক্ষার্থীদের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে'

 

প্রসঙ্গত, এর আগে গত ২১ জানুয়ারি জরুরি প্রশাসনিক সভায় কেন্দ্রীয় গ্রন্থাগার আগামী ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন এসময়ে গ্রন্থাগার থেকে শুধু বই সংগ্রহ করা গেলেও অবস্থান করা যাবে না বলে জানানো হয়

 

যাযাদি/ এস