শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
বৃষ্টির শংকায় অনশনকারীদের  জন্য চৌকির ব্যবস্থা

শাবিতে অনশনকারী বেড়ে ২৮ জন,  হাসপাতালে ১৬

শাবি প্রতিনিধি
  ২৩ জানুয়ারি ২০২২, ১৯:৩১

অনশনকারীদের জন্য রাতে বৃষ্টি হওয়ার শংকায় চৌকির ব্যবস্থা করেন স্বেচ্ছাসেবকরা বিকাল ৩টা থেকেই ভিসির বাসভবনের সামনে ৬টি ছোট বড় চৌকির ব্যবস্থা করা হয়

নাম না বলার শর্তে এক স্বেচ্ছাসেবক জানান, বৃষ্টি হবে এটার পূর্বাভাস পেয়েছি সেজন্য আমরা ৩০ থেকে ৪০ জন মিলে অনশনকারী ভাইবোনদের জন্য চৌকির ব্যবস্থা করেছি কারণ রাস্তা ঢালু হওয়ায় বৃষ্টির পানি এসে তাদের বিছানাপত্র সবকিছু ভিজে যাবে আমাদের ভাইবোনেরা দাবি আদায়ে নিজের জীবন বাজি রাখছেন

এদিকে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে অনশনরত আছেন ২৮ জন এর মধ্যে গণ অনশনের ঘোষণার পর নতুন করে আরও জন যোগ হয়েছেন উপাচার্যের পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলনকারীরা এক দফা এক দাবিতে অনড় থাকবেন বলে জানিয়েছেন

রবিবার সন্ধ্যা সাড়ে ৬টায় উপাচার্যের বাসভবনের সামনে অবস্থানরত স্বেচ্ছাসেবক সবুর খান বিষয়টি নিশ্চিত করেন তিনি বলেন, অনশনকারীদের মধ্যে হাসপাতালে ভর্তি আছেন ১৬ জন উপাচার্যের বাসভবনের সামনে অনশনকারী আছেন ১২ জন রোববার গণ অনশনের ঘোষণা দেওয়ার পর নতুন করে আরও জন অনশন শুরু করেছেন আরও অনেকেই অনশনে বসবেন বলে জানান তিনি

তিনি বলেন, হাসপাতালে ভর্তি ১৬ জনের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেলে জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেলে জন করে আছেন

অনশনের একশ' ঘন্টা পূর্ণ হওয়ায় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল

২৩ জন শিক্ষার্থীর অনশনের পঞ্চম দিনে একশো ঘন্টা পূর্ণ হওয়ায় উপাচার্যের পদত্যাগের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা

রবিবার সন্ধ্যা সাড়ে ৬টায় উপাচার্যের বাসভবনের ফটক থেকে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে গোলচত্বরে এসে শেষ হয় মিছিলে শিক্ষার্থীরা এক দফা এক দাবি,ফরিদ তুই এখন যাবি, ফরিদ তুই স্বৈরাচার, এই মূহুর্তে গদি ছাড় ইত্যাদি স্লোগান দেন

যাযাদি/এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে