বিদ্যুৎ-বিচ্ছিন্ন হলো শাবি উপাচার্যের বাসভবন

প্রকাশ | ২৩ জানুয়ারি ২০২২, ২০:৪৯

শাবি প্রতিনিধি

শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের বাসভবনের বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা

 

রোববার (২৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে বলে জানান আন্দোলনরত শিক্ষার্থী সাদিয়া আফরিন

 

আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, আমাদের অনশনরত ভাই-বোনেরা অনশনে কষ্ট করছে, আর উপাচার্য ওদিকে আরাম-আয়েশে দিন কাটাচ্ছেন এটা আমরা মেনে নিতে পারছি না আমরা আমাদের আন্দোলনের অংশ হিসেবে উপাচার্যের বাসভবনের বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করেছি

 

এর আগে বিকেলে উপাচার্যের বাসভবন ঘেরাও করেন আন্দোলনরত শিক্ষার্থীরা তখন শিক্ষার্থীরা ঘোষণা দেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়া উপাচার্যের বাসভবনের ভেতরে আর কাউকে ঢুকতে দেওয়া হবে না

 

শিক্ষার্থীরা জানান, পরিস্থিতি যেভাবে এগোচ্ছে, তাতে তারা আরও কঠোর কর্মসূচির দিকে যেতে বাধ্য হবেন

 

উল্লেখ্য, একটি ছাত্রী হলের প্রভোস্টের পদত্যাগের দাবিতে শুরু হওয়া আন্দোলন শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার পর উপাচার্যের পদত্যাগ আন্দোলনে রূপ নেয় আন্দোলনের এক পর্যায়ে শুরু হয় শিক্ষার্থীদের আমরণ অনশন কর্মসূচি ওই কর্মসূচিতে ইতোমধ্যে ১৬ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অসুস্থ শিক্ষার্থীদের কারো কারো অবস্থা খুবই খারাপ

 

উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ পদত্যাগের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানাননি

 

শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ভিসি পদত্যাগের দাবিতে এবার গণঅনশন কর্মসূচি শুরু করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা অনশনকারী শিক্ষার্থীদের সাথে নতুন করে আরো শিক্ষার্থীযোগ দিয়েছেন

 

এর আগে শনিবার রাতে ভিসি বাসভবনের সামনে গণ-অনশনের ঘোষণা দেন আন্দোলনকারীরা

 

এদিকে টানা চার দিনের অনশনে বিবশ শরীর অনশনে অংশ নেয়া আন্দোলনরত শিক্ষার্থীরা একে একে অসুস্থ হতে থাকলে দ্রুত তাদের হাসপাতালে স্থানান্তর করা হয় অনেকের উঠে বসার শক্তি নেই স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস নিতে না পারায় কয়েকজনকে দেওয়া হচ্ছে অক্সিজেন সাপোর্ট হাসপাতালের বেডে শুয়ে কাতরাচ্ছেন তারা পরিস্থিতির মধ্যেও তাদের এক কথামৃত্যু মেনে নেব, তবু এই ভিসিকে মানব না

 

শিক্ষার্থীদের দাবি, ভিসি পদত্যাগ না করে সময়ক্ষেপণ করছেন তাকে পদত্যাগ করতে হবে তার পদত্যাগপত্র আন্দোলনরত শিক্ষার্থীরা নিজের চোখে না দেখা পর্যন্ত অনশন কর্মসূচি চলবে তারা সরকারি সিদ্ধান্ত অনুযায়ী স্বাস্থ্যবিধি অনুসরণ করে কর্মসূচি পালন এবং সাবেক বর্তমান শিক্ষার্থী ছাড়া বহিরাগত ব্যক্তিদের ক্যাম্পাসে অবস্থান না করার আহ্বান জানান

 

ভিসি বাসভবণে বাঁশ দিয়ে ব্যারিকেড

ভিসি ফরিদ উদ্দিন আহমদের সাথে এখন থেকে আর কাউকে দেখা করতে দেয়া হবে না বলে জানিয়েছেন শাবিপ্রবির আন্দোলনরত শিক্ষার্থীরা রোববার বিকেল সাড়ে ৪টার দিকে তারা এই ঘোষণা দেন এরপরই শিক্ষার্থীরা ভিসির বাসভবনের গেটের সামনে বাঁশ দিয়ে ব্যারিকেড দিয়ে অবস্থান নেন তবে শিক্ষার্থীদের পেছনে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ প্রশাসন

 

সময় শিক্ষার্থীরা বলেন, ‘আমরা এখানে আমরণ অনশন করছি কিন্তু ভিসি বাসায় আরাম করছে যে আসছে তার সাথে দেখা করছেন অবস্থা চলতে দেয়া হবে না এজন্য এখন থেকে ভিসির বাসভবনের সামনের গেটে আমরা দাঁড়িয়ে থাকবো তবে কোনো সহিংসতা করব না পুলিশ সংবাদ মাধ্যমে ব্যতীত আর কাউকে ভেতরে ঢুকতে দেয়া হবে না বলেও জানান তারা

 

খাট ফেলে অনশন

গত বুধবার থেকে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন এতদিন মাটিতে বিছানা পেতে শুয়ে-বসে অনশন করলেও এবার ভিসি বাসভবনের সামনের পুরো রাস্তা বন্ধ করে খাট ফেলে তাতে শুয়ে-বসে অনশন কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা রোববার বিকেল সাড়ে ৩টার দিকে শিক্ষার্থীরা সেখানে দুটি খাট রাস্তায় ফেলতে অনশন করতে দেখা যায়

 

অনশনে আরো শিক্ষার্থী

শাবিপ্রতি ভিসি পদত্যাগের দাবিতে অনশনেযোগ দিয়েছেন আরো শিক্ষার্থী এনিয়ে অনশনরত শিক্ষার্থীর সংখ্যা দাঁড়াল ২৬ জনে এর মধ্যে বর্তমানে ১৬ জন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন কেউ কেউ চিকিৎসা নিয়ে ফের ফিরে আসছেন অনশনস্থলে অনশনে যোগ দেয়া নতুন শিক্ষার্থীরা হলেন- ইফতেখার আল মাহমুদ, সামিরা ফারজানা, সামিউল এহসান শাকিল তারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী

 

সংহতি জানাতে ঢাবি দুই শিক্ষার্থী শাবিপ্রবিতে

ভিসিবিরোধী চলমান আন্দোলনে সংহতি জানাতে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী রোববার দুপুরে শাবিপ্রবি ক্যাম্পাসে এসে আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে সংহতি জানান ব্যাংক ইনস্যুরেন্স বিভাগের শিক্ষার্থী মাহফুজুর রহমান এবং গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী নাঈম হাসান

 

আন্দোলনরত শিক্ষার্থীরা যা বললেন

ভিসি পদত্যাগ দাবিতে চলমান এই আন্দোলনকে কেউ যদি তাদের নিজেদের স্বার্থ হাসিলের জন্য ব্যবহার করতে চায় সহিংসতায় জড়ায় তবে এর দায়ভার আন্দোলনরত শিক্ষার্থীরা নেবে না রোববার দুপুরে গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আন্দোলনকারীদের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৪ জানুয়ারি থেকে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন শুরু করেন, যা এখনো চলমান আমাদের দাবি খুবই সাধারণ এবং এক দফা আমাদের এই আন্দোলনকে কেন্দ্র করে কেউ যদি তাদের নিজেদের স্বার্থ হাসিল করতে চায় এবং সহিংসতায় জড়ায়, তবে তার দায়ভার কোনোভাবেই আন্দোলনরত শিক্ষার্থীরা নেবেন না শুরু থেকে এখন পর্যন্ত শুধু শাবিপ্রবি শিক্ষার্থীদের আন্দোলন, যা সম্পূর্ণ অরাজনৈতিক

 

সংসদে ভিসির অপসারণ চাইলেন দুই এমপি

শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদের অপসারণের দাবি উঠেছে জাতীয় সংসদে রোববার সকালে স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনে জাতীয় পার্টির সংসদ সদস্য কাজী ফিরোজ রশিদ পীর ফজলুর রহমান মিসবাহ এই দাবি তুলেন

 

সংসদ সদস্য কাজী ফিরোজ রশিদ বলেন, ‘আজ ১১ দিন ধরে একটি খবর পত্রিকার পাতায় এবং টেলিভিশনে আসছে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগের দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা ১১ দিন ধরে তারা অনশনে আছেন ১৬ জন এরই মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে শুনলাম শিক্ষামন্ত্রী বলেছেন, তোমরা তোমাদের দাবি দাওয়া রেখে ঢাকায় আসো আমরা সবাই ছাত্র আন্দোলন করেছি আন্দোলনের মাঠ ছেড়ে কোনো ছাত্ররা কারও সাথে দেখা করতে ঢাকায় আসবে না মন্ত্রীর উচিত ছিল ওখানে (শাবিপ্রবিতে) যাওয়া ছাত্ররা কেন আসবে আপনার কাছে? প্রত্যেকটা ছাত্র আন্দোলন দেশে হয়েছে যৌক্তিকভাবে যখনই যারা সরকারে থাকে, তারা আন্দোলনকে অযৌক্তিক মনে করে

 

তিনি আরো বলেন, ‘ভিসি কোনো স্থায়ী পদ না যে একজন ভিসি চলে গেলে বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যাবে ভিসিকে অপসারণের দাবিতে ছাত্ররা যদি অনশন করে এর চেয়ে দুঃখজনক আর কিছু নেই তাহলে বুঝতে হবে, এই ভিসির উপর তাদের কোনো বিশ্বাস নেই, আস্থা নেই, ভালোবাসা নেই এবং শ্রদ্ধাবোধ নেই এটা থাকাও উচিত না ওনার যদি বিন্দুমাত্র আত্ম-সম্মানবোধ থাকতো, তাহলে উনি এভাবে বসে থাকতেন না

 

জাতীয় পার্টির আরেক সংসদ সদস্য সুনামগঞ্জের পীর ফজলুর রহমান মিসবাহ সংসদে বলেন, ‘সিলেটের সর্বোচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে লাগাতার আন্দোলন চলছে ভিসির পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু হওয়ার পরেও তিনি অভিভাবক হিসেবে ছাত্রদের সাথে কোনো আলাপ-আলোচনা না করার কারণে একপর্যায়ে আমরণ অনশন কর্মসূচিতে যায় শিক্ষার্থীরা অসুস্থ হয়ে হাসপাতালে আছেন কিন্তু এই ভিসি নির্লজ্জের মতো, সব আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে আছেন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাকে চায় না, কিন্তু তিনি একটি লক্ষ্মীন্দরের বাসার মতো তার বাসাকে বানিয়ে সেখানে আছেন তিনি পদত্যাগ করবেন না

 

তিনি আরো বলেন, ‘শিক্ষামন্ত্রীও আলোচনার চেষ্টা করেছেন শিক্ষার্থীরা অসুস্থ হচ্ছে ভিসি কিভাবে বাসায় থাকেন? তিনি স্বেচ্ছায় পদত্যাগ না করলে সরকারের উচিত তাকে আজকের মধ্যে অপসারণ করে শিক্ষার্থীদের হলে ফিরে যেতে সাহায্য করা

 

শাবিপ্রবিতে বিএনপির চিকিৎসক প্রতিনিধিদল

শাবিপ্রবি অনশনরত শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে বিএনপি রোববার সকালে বিএনপির একটি চিকিৎসক প্রতিনিধিদল শিক্ষার্থীদের দেখতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যান তারা অসুস্থ এবং অনশনরত শিক্ষার্থীদের স্বাস্থ্যের খোঁজ নেন প্রতিনিধিদলের প্রধান বিএনপির স্বাস্থ্য সম্পাদক ডা. রফিকুল ইসলাম তথ্য জানান

 

ডা. রফিক বলেন, আমরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং রাগীব রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে অনশনরত চিকিৎসাধীনদের দেখতে গিয়েছি আমরা শিক্ষার্থীদের আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করছি সময় ডা. জাহাঙ্গীর হোসেন, ডা. আশরাফুল হাসান মানিক, ডা. সাকিব আবদুল্লাহ চৌধুরী ডা. মেহেদি হাসান অনিক উপস্থিত ছিলেন

 

শিক্ষামন্ত্রীর সাথে বৈঠকে সমাধান আসেনি

শাবিপ্রবি ভিসি ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে ভার্চুয়ালি বৈঠক করেছেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি শনিবার দিবাগত রাতে সোয়া ঘণ্টা বৈঠক হয় তবে বৈঠকে চলমান সঙ্কট নিয়ে কোনো সমাধান আসেনি শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের আন্দোলন অনশন চলবে

 

বৈঠক সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শিক্ষামন্ত্রী আন্দোলনকারীদের দাবির কথা লিখিতভাবে জমা দেয়ার পরামর্শ দেন দাবি পাওয়ার পর তিনি এনিয়ে পরবর্তী উদ্যোগ গ্রহণ করবেন একই সাথে মন্ত্রী শিক্ষার্থীদের অনশন ভাঙার অনুরোধ জানান

 

একই সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শিক্ষামন্ত্রীর প্রতিনিধি হিসেবে আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল শাবিপ্রবিতে আসেন এতে নেতৃত্ব দেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী তার সাথে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা, যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন

 

সময় আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যে ২৫ থেকে ৩০ জনের প্রতিনিধিদল উপস্থিত ছিলেন এর মধ্যে দুজন অনশনকারী শিক্ষার্থীও ছিলেন রাত ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের এম ওয়াজেদ মিয়া আইআইসিটি ভবনের ১২৯ নম্বর কক্ষে আলোচনা শুরু হয় এতে ভার্চুয়ালি যুক্ত হন শিক্ষামন্ত্রী দিপু মনি

 

সভা শেষে রাত সোয়া ২টার দিকে শফিউল আলম চৌধুরী সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি বলেন, বৈঠকে শিক্ষার্থীরা বিভিন্ন বিষয় তুলে ধরেছেন শিক্ষামন্ত্রী সব শুনেছেন সবকিছু শুনে তিনি শিক্ষার্থীদের অনশন থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন এছাড়া আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের আইনগত একাডেমিক কোনো সমস্যায় যেন পড়তে না হয়, সেটি দেখবেন বলেও জানিয়েছেন

 

ভিসির পদত্যাগ, অপসারণ কিংবা ছুটিতে পাঠানো বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নাদেল বলেন, ভিসিকে সরিয়ে দেয়া, অপসারণ করা বা ছুটিতে পাঠানোর বিষয়ে কোনো আলোচনা হয়নি আলোচনা করে সমস্যার সমাধান করা হবে বলে তিনি শিক্ষার্থীদের আশ্বাস দিয়েছেন

 

শিক্ষকদের বিবৃতি

শাবিপ্রবি শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় বিবৃতি দিয়েছে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকরা এতে বর্তমান পরিস্থিতির জন্য দায়িত্বরত প্রশাসন দায় এড়াতে পারে না বলে জানান তারা শনিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন এই পরিষদের আহ্বায়ক অধ্যাপক . মোহাম্মদ মস্তাবুর রহমান এতে দায়িত্বরত ব্যক্তিদের পদত্যাগের দাবি জানিয়েছেন শিক্ষকবৃন্দ

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের জীবন বিপন্ন হতে চলেছে কিন্তু দুঃখজনকভাবে লক্ষ্য করছি যে, দায়িত্বশীল ব্যক্তিরা শিক্ষার্থীদের ওপর পুলিশের আক্রমণের ব্যাপারে কোনো অফিসিয়াল ব্যাখ্যা প্রকাশ্যে না- দিয়ে কালক্ষেপন করে অনশনরত শিক্ষার্থীদের জীবন চরম সঙ্কটের মুখে ঠেলে দিচ্ছেন বিশ্ববিদ্যালয়ে ঘটে-যাওয়া ঘটনার দায়ভার কোনোভাবেই প্রশাসনের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এড়াতে পারেন না এমতাবস্থায়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে যাবতীয় বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনিক ব্যক্তিদের প্রত্যেকের অফিসিয়াল ব্যাখ্যা জনসমক্ষে উপস্থাপন করার দাবি জানায়

 

আন্দোলনের সূত্রপাত

১৩ জানুয়ারি ওই দিন রাতে বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রাধ্যক্ষ জাফরিন আহমেদের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ তুলে তার পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলন শুরু করেন হলের কয়েক ছাত্রী শনিবার সন্ধ্যার দিকে ছাত্রলীগ হলের ছাত্রীদের ওপর হামলা চালায় পরদিন বিকেলে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের আইসিটি ভবনে ভিসিকে অবরুদ্ধ করেন তখন পুলিশ শিক্ষার্থীদের লাঠিপেটা তাদের লক্ষ্য করে শটগানের গুলি সাউন্ড গ্রেনেড ছুঁড়ে ওই দিন রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ শিক্ষার্থীদের হল ছাড়ার ঘোষণা দিলেও শিক্ষার্থীরা তা উপেক্ষা করে ভিসির পদত্যাগ চেয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন

 

যাযাদি/ এস