​​​​​​​জামিন পেলেন শাবিপ্রবির সেই ৫ শিক্ষার্থী

প্রকাশ | ২৬ জানুয়ারি ২০২২, ২০:১৬

সিলেট প্রতিনিধি

 

 

জামিন পেলেন ঢাকা থেকে আটক শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাবেক পাঁচ শিক্ষার্থী বুধবার (২৬ জানুয়ারি) দুপুরে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট- এর মো. সুমন ভূঁইয়ার আদালত তাদের জামিন মঞ্জুর করেন

 

জামিনপ্রাপ্ত শাবিপ্রবির সাবেক পাঁচ শিক্ষার্থী হলেন, হাবিবুর রহমান খান, রেজা নুর মুইন, এএফএম নাজমুস সাকিব, একেএম মারুফ হোসেন ফয়সল আহমেদ এর মধ্যে নাজমুস সাকিব করোনায় আক্রান্ত তাকে শহীদ শামসুদ্দিন হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে ভর্তি করা হয়েছে

 

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্ল্যাহ তাহের জানান, সিলেট জেলা তাঁতী লীগের সাংগঠনিক সম্পাদক লায়েক আহমদের দায়ের করা মামলায় তাদের আটক হয় এরপর তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হলে জামিন আবেদন মঞ্জুর হয়

 

মঙ্গলবার বিকেল ৫টার দিকে পাঁচ সাবেক শিক্ষার্থীকে ঢাকা থেকে সিলেটে আনা হয় এরআগে ঢাকা মহানগর পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তাদের আটক করে পরে তাদের এসএমপি সিলেট পুলিশের কাছে হস্তান্তর করা হয়

 

সাবেক শিক্ষার্থীদের পরিবার বন্ধুদের অভিযোগ, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের আন্দোলনে অর্থ সহায়তা করায় তাদের গ্রেপ্তার করা হয়েছে এর আগে, রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ওই পাঁচ সাবেক শিক্ষার্থীকে তুলে নিয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনী

 

যাযাদি/ এস