বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

​​​​​​​জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সভাপতি গ্রেফতার

জবি প্রতিনিধি
  ১০ মে ২০২২, ১৫:৩১

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্র শিবিরের সভাপতি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী সৈয়দ সাজ্জাদ হোসাইনকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশের একটি টিম

গত সোমবার রায়সাহেব বাজার মোড় এলাকা থেকে পূর্ব মামলার ভিত্তিতে ডিএমপি কোতোয়ালি থানা পুলিশের একটি টিম তাকে গ্রেফতার করে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান এর নির্দেশনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই মো: নাহিদুল ইসলাম, মামলার বাদী কোতোয়ালি থানার এস আই বিল্লাল হোসাইন জনি, এস আই আব্দুর রহিম সময় উপস্থিত ছিলেন

পরবর্তীতে তাকে আদালতে প্রেরণ করা হলে নং কোর্টের ম্যাজস্ট্রেট দেবদাস এর আদালত আইওকে মামলার নথি তলবপূবর্ক পরবর্তী রিমান্ড শুনানীর জন্য আদেশ দেন

জানা যায়, গত ২৫ মার্চ ১৯৭৫ সালের ১৫() ধারায় বিশেষ ক্ষমতা আইনে অন্তর্ঘাত মূলক কর্মকাণ্ডের অপরাধে সাজ্জাদ হোসাইনকে নম্বর আসামী করে মোট ২১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় মামলায় এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১২ জন শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়

ব্যাপারে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, আগের মামলার ভিত্তিতে কোতোয়ালি থানা পুলিশের একটি তাকে গ্রেফতার করে ১০ দিনের রিমান্ড মঞ্জুরের আবেদনসহ তাকে আদালতে প্রেরণ করে তবে এখনও আদালত থেকে কোন নির্দেশনা আমরা পাইনি

যাযাদি/এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে