ইবি’র চার কর্মকর্তাকে শোকজ

প্রকাশ | ১৪ মে ২০২২, ১৮:৫৫

ইবি প্রতিনিধি

অনুমোদন না নিয়ে পুরনো জিনিসপত্র বিক্রির অভিযোগে অভিযুক্ত ইসলামী বিশ্বদ্যালয়ের (ইবি) চার কর্মকর্তাকে শোকজ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর এ তথ্য নিশ্চিত করেন। আগামী তিন কার্যদিবসের মধ্যে তাদেরকে কারণ দর্শাতে বলা হয়েছে।

 

রেজিস্ট্রার অফিস সূত্রে, প্রশাসনের অনুমোদন না নিয়ে এস্টেট অফিসের ভারপ্রাপ্ত প্রধান টিপু সুলতান ও তার তিন সহযোগী বিশ্ববিদ্যালয়ে পুরনো জিনিসপত্র বিক্রি করেন। এ মর্মে গত ১১ মে দৈনিক যায়যায়দিন পত্রিকায় ‘ইবিতে পুরনো কম্পিউটার ৫০ টাকা দরে বিক্রি!’ শিরনামে খবর প্রকাশিত হয়।

 

পরে বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনের নজরে আসলে টিপু সুলতান ও তার তিন সহযোগী- উকিল উদ্দিন, নাজমুল হোসাইন সাবু ও বকুল হোসেনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে তাদেরকে তিন কার্যদিবসের মধ্যে বিনা অনুমতিতে জিনিসপত্র বিক্রির কারণ দর্শাতে বলা হয়েছে।

 

যাযাদি / এস এস