জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণিতে প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের কাউন্সিল কক্ষে উপাচার্য অধ্যাপক ড. মো: নূরুল আলম অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করেন।
প্রথম দিন ‘এ’ ইউনিটে তাসনিয়া হক ঈষিকা নামের ভর্তিচ্ছু একজন শিক্ষার্থীর আবেদনের মাধ্যমে অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়। অনলাইনে রেজিস্ট্রেশন করা যাবে আগামী ১৬ জুন রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত। মোবাইল ব্যাংকিং বিকাশ অথবা রকেটের মাধ্যমে রেজিস্ট্রেশন ফি প্রদান করতে হবে। ভর্তি পরীক্ষা গ্রহণের সম্ভাব্য তারিখ আগামী ৩১ জুলাই থেকে ১১ আগস্ট। ভর্তি পরীক্ষা সম্পর্কিত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি সম্পর্কিত ওয়েবসাইট ‘https://juniv-admission.org’ -এ পাওয়া যাবে।
এসময় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো: মনজুরুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রাশেদা আখতার, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ, বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, উপ-রেজিস্ট্রার (শিক্ষা) এবং সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
যাযাদি/এস
Copyright JaiJaiDin ©2022
Design and developed by Orangebd