মঙ্গলবার থেকে উচ্চ মাধ্যমিক পর্যায়ে ২০২০-২১ শিক্ষাবর্ষে বিটিসি/সমতুল্য, প্রতিবন্ধী কোটায় ভর্তিকৃত শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হবে। এরই ধারাবাহিকতায় ২৪ মে থেকে শুরু হয়ে এই কার্যক্রম চলবে আগামী ৩১ মে পর্যন্ত।
নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কলেজ বিটিসি’র মাধ্যমে ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সম্পন্ন করতে ব্যর্থ হলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড পরবর্তীতে উদ্ভূত জটিলতার কোনো দায় নেবে না বলেও সাফ জানিয়ে দিয়েছে।
সোমবার ঢাকা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়েছে।
ওই অফিস আদেশে বলা হয়, ২০২০-২১ শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিটিসি’র মাধ্যমে ভর্তিকৃত শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম ২৪ মে থেকে শুরু হয়ে ৩১ মে, ২০২২ তারিখ পর্যন্ত চলবে। এই সময়ের মধ্যে প্রতিষ্ঠান কর্তৃক অনলাইনে e-SIF ফরম পূরণ করে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করার জন্য অনুরোধ করা হলো। এ ছাড়াও সমতুল্য ও প্রতিবন্ধী কোটায় ভর্তিকৃত শিক্ষার্থীদের ২৩ মে পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বোর্ড কর্তৃক রেজিস্ট্রেশন সম্পন্ন করা হবে।
উল্লেখ্য, নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কলেজ বিটিসি’র মাধ্যমে ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সম্পন্ন করতে ব্যর্থ হলে পরবর্তীতে উদ্ভূত জটিলতার জন্য বোর্ড কর্তৃপক্ষ দায়ী থাকবে না বলেও আদেশে উল্লেখ রয়েছে।
যাযাদি/এস
Copyright JaiJaiDin ©2022
Design and developed by Orangebd