জাবি প্রেসক্লাবের নতুন উপদেষ্টা অধ্যাপক ছায়েদুর

প্রকাশ | ২৮ মে ২০২২, ১৯:০০

জাবি প্রতিনিধি

 

 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের ২০২২-২৩ সেশনের জন্য নতুন উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. ছায়েদুর রহমান।

শনিবার (২৮ মে) বেলা ১১ টায় জাবি প্রেসক্লাব কার্যালয়ে সংগঠনটির সাধারণ সম্পাদক নুর হাসান নাঈমের সঞ্চালনায় অনুষ্ঠিত সাধারণ সভা শেষে তিনি এ দায়িত্ব গ্রহণ করেন।

এর আগে, গত শনিবার (২১ মে) অনুষ্ঠিত কার্যকরী সভায় সর্বসম্মতিক্রমে অধ্যাপক ছায়েদুর রহমানকে জাবি প্রেসক্লাবের উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়।

দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে বিদায়ী উপদেষ্টা অধ্যাপক ড. কবিরুল বাশার বলেন, 'বিগত ২০২১-২২ সেশনে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে সংগঠনের সাথে অত্যন্ত হৃদ্যতাপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে৷ বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চায় জাবি প্রেসক্লাবের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।'

 

অধ্যাপক ছায়েদুর রহমান বলেন, 'প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সময় থেকেই প্রেসক্লাবের সাথে আছি৷ প্রেসক্লাবের একটা উলেখযোগ্য দিক হলো স্বাধীনতার চেতনাকে বড় করে দেখা। এখান থেকে অনেকেই দেশের শীর্ষস্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন। সাধ্যানুযায়ী সংগঠনের সাথে সহযোগিতার সম্পর্ক অব্যাহত থাকবে৷'

জাবি প্রেসক্লাবের সভাপতি ও জনকন্ঠ পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ইমন মাহমুদ বলেন, 'দীর্ঘ পথচলায় জাবি প্রেসক্লাব আজ এ পর্যায়ে এসে উপনীত হয়েছে। ক্যাম্পাসে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারা অব্যাহত রাখতে জাবি প্রেসক্লাবের এ অগ্রযাত্রা অব্যাহত থাকবে এই প্রত্যাশাই রাখছি৷'

উল্লেখ্য, অধ্যাপক ড. ছায়েদুর রহমান জার্মানীর হাইডেলবার্গ ইউনিভার্সিটি থেকে পিএইচডি সম্পন্ন করেছেন। দীর্ঘ ১৮ বছরের একাডেমিক ক্যারিয়ারে লোক প্রশাসন, স্থানীয় প্রশাসন, উন্নয়ন প্রভৃতি বিষয়ে তার গবেষণা কর্ম বিভিন্ন দেশীয় ও আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে। এছাড়াও বর্তমানে তিনি পরিবহন অফিসের ভারপ্রাপ্ত শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

যাযাদি/এসএস