শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আবদুল গাফফার চৌধুরীর প্রতি  জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের শ্রদ্ধা  

গাজীপুর প্রতিনিধি
  ২৮ মে ২০২২, ২১:৫২

দেশবরেণ্য সাংবাদিক, গীতিকার, কলাম লেখক আবদুল গাফফার চৌধুরীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর . মো. মশিউর রহমান

শনিবার (২৮ মে) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে আবদুল গাফফার চৌধুরীর কফিনে শেষ শ্রদ্ধা জানান তিনি এসময় উপাচার্যের সঙ্গে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর . নিজামউদ্দিন আহমেদ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, বিভিন্ন দপ্তরের প্রধান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারিবৃন্দ

এদিকে বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির পক্ষ থেকেও আবদুল গাফফার চৌধুরীর মরদেহে শ্রদ্ধা জানানো হয় এসময় উপস্থিত ছিলেন এশিয়াটিক সোসাইটির সদস্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর . মো. মশিউর রহমান, এশিয়াটিক সোসাইটির সদস্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর . হারুন-অর-রশিদ, সোসাইটির সভাপতি প্রফেসর . বজলুল হক খন্দকার, সোসাইটির সাধারণ সম্পাদক অধ্যাপক . সিদ্দিকুর রহমান এছাড়া বাংলা ভাষাভাষীদের আন্তর্জাতিক সংগঠন বাংলা ওয়ার্ল্ড ওয়াইডের পক্ষ থেকেও একুশের গানের রূপকার আবদুল গাফফার চৌধুরীর প্রতি শ্রদ্ধা জানানো হয় এসময় উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বাংলা ওয়ার্ল্ড ওয়াইডের সদস্য প্রফেসর . মশিউর রহমান, জাতীয় সংসদ সদস্য আরমা দত্ত, ব্যারিস্টার তানিয়া আমিরসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে