ঢাবির ‘খ’ ইউনিটে প্রথম ফরিদপুরের নুয়েল

প্রকাশ | ২৭ জুন ২০২২, ১৬:৩০

যাযাদি ডেস্ক

 

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদভুক্তইউনিটের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে এতে প্রথম হয়েছেন ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজের ছাত্র নাহনুল কবির নুয়েল তিনি ১০০ নম্বরের মধ্য ৯৬. পেয়ে প্রথম হন

 

সোমবার (২৭ জুন) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক . মো. আখতারুজ্জামান আনুষ্ঠানিকভাবে '' ইউনিটের ফল ঘোষণা করেন

 

নুয়েল ভর্তি পরীক্ষার এমসিকিউতে বাংলা বিষয়ে পেয়েছেন ১১.৫০, ইংরেজিতে ১৫ এবং সাধারণ জ্ঞানে ২৪ নম্বর পেয়েছেন তিন বিষয়ে এমসিকিউতে ৫২ নম্বরের মধ্য ৫০.৫০ পেয়েছেন এছাড়া, বাংলা বিষয়ে লিখিত পরীক্ষায় ১১.৫০, ইংরেজিতে ১৪.৫০ পেয়েছেন

 

লিখিত এবং এমসিকিউ মিলে বাংলাতে পেয়েছেন ২৩ নম্বর, ইংরেজিতে ২৯., সাধারণ জ্ঞানে পেয়েছেন ২৪ নম্বর তিনি ১০০ নম্বরের ভর্তি পরীক্ষায় মোট ৭৬. পেয়েছেন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার জিপিএর ভিত্তিতে প্রাপ্ত নম্বর সহ সর্বমোট ৯৬. পেয়ে প্রথম হন

 

প্রকাশিত ফলে দেখা গেছে, ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার পাসের হার .৮৭ শতাংশইউনিটে আবেদন করেন ৫৮ হাজার ৫৭৩ জন ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন ৫৬ হাজার ৯৭২ জন প্রার্থী এই ইউনিটে মোট আসন সংখ্যা ১৭ হাজার ৮৮টি মোট পাস করেছেন হাজার ৬২২ জন

 

যাযাদি/এস