বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভূগোল ও পরিবেশ বিভাগকে হারিয়ে ফাইনালে সরকার ও রাজনীতি বিভাগ

জাবি প্রতিনিধি
  ২৮ জুন ২০২২, ১৮:৪৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতায় ভূগোল পরিবেশ বিভাগকে ১০ রানে হারিয়ে ফাইনালে উঠেছে সরকার রাজনীতি বিভাগ

মঙ্গলবার (২৮ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত সেমিফাইনাল ম্যাচে বিজয় অর্জন করে বিভাগটি

এর আগে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে সরকার রাজনীতি বিভাগ নির্ধারিত ১০ ওভার খেলে উইকেট হারিয়ে সংগ্রহ করে ৬৪ রান জবাবে ৬৫ রানের টার্গেটে ভূগোল পরিবেশ বিভাগ নির্ধারিত ১০ ওভারে উইকেট হারিয়ে সংগ্রহ করে ৫৪ রান

সেমিফাইনালে ওভারে রানের বিপরীতে উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন সরকার রাজনীতি বিভাগের ৪৮ ব্যাচের শিক্ষার্থী হুমায়ুন কবির জয় এছাড়াও দলের পক্ষে আকিমুল ইসলাম ওভারে রান দিয়ে উইকেট আরাফাত হোসেন ওভারে ১৩ রান দিয়ে উইকেট তুলে নেন

সরকার রাজনীতি বিভাগের সভাপতি অধ্যাপক . নাসরীন সুলতানা বলেন, 'শিক্ষার্থীদের শারীরিক মানসিক সুস্থতার জন্য খেলাধুলাসহ অন্যান্য কো-কারিকুলার কর্মকাণ্ডের কোন বিকল্প নেই৷ আমার বিভাগের শিক্ষার্থীরা পড়াশোনাতে যেমন নিজেদের মেধা যোগ্যতার স্বাক্ষর রেখে আসছে, তেমনি মোটামুটি সব ধরনের খেলাধুলাতেই তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ রয়েছে বিশেষ করে ক্রিকেট ফুটবলে আমাদের বিভাগের সাফল্য আমাকে গর্বিত করে৷ আমার বিশ্বাস খেলোয়াড়দের সঠিক অনুশীলন, দৃঢ়তা কৌশলগত পরিকল্পনা ভবিষ্যতে বিভাগের জন্য চূড়ান্ত বিজয় অর্জন করতে ভূমিকা রাখবে বিভাগের সকল শিক্ষক, কর্মকর্তা কর্মচারীদের দোয়া তাদের সাথে রয়েছে অতীতের মত সবসময়ই বিভাগের পক্ষ থেকে সর্বপ্রকার সহযোগিতা অব্যাহত থাকবে'

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক মো. শামছুল আলম, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বিভাগের সহযোগী অধ্যাপক .. ফিরোজ-উল-হাসান, সহযোগী অধ্যাপক মোহাম্মদ তারিকুল ইসলাম, সহযোগী অধ্যাপক মো. ইখতিয়ার উদ্দিন ভূঁইয়া, সহকারী অধ্যাপক মোহাম্মদ কামরুজ্জামান বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী প্রমুখ

যাযাদি/এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে