শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জাবিতে ৮ম জাতীয় গণিত অলিম্পিয়াড আগামী ১ জুলাই

জাবি প্রতিনিধি
  ২৮ জুন ২০২২, ১৮:৪৭

গণিতের মাঝে বিজ্ঞানের বাস, গণিতে করি মেধার বিকাশশিরোনামে জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ে আয়োজিত হতে যাচ্ছে৮ম জেইউএসসি জাতীয় গণিত অলিম্পিয়াড- ২০২২ আগামী জুলাই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সায়েন্স ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হবে এই অলিম্পিয়াড

মঙ্গলবার (২৮ জুন) বিকাল সাড়ে ৪টায় বিশ^বিদ্যালয়ের ছাত্রশিক্ষক কেন্দ্রের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে তথ্য জানান আয়োজকেরা

অলিম্পিয়াডের কনভেনর হিসেবে দায়িত্ব পালন করবেন ক্লাবের অফিস সম্পাদক গণিত বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী শাকিল ইসলাম লিখিত বক্তব্যে তিনি জানান, এবারের অলিম্পিয়াডে দেড়শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের ৬ষ্ঠ শ্রেণি থেকে ১২শ শ্রেণির প্রায় হাজারের বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করবে এক ঘন্টাব্যাপী পরীক্ষায় প্রত্যেক শিক্ষার্থীকে ২০টি বহুনির্বাচনি প্রশ্ন (নিজ পাঠ্যক্রম) এবং ৬টি গাণিতিক সমস্যা সমাধান করতে হবে

প্রতিটি বহুনির্বাচনি প্রশ্নোত্তরের মান এবং প্রতিটি গাণিতিক সমস্যা সমাধানের মান ভিত্তিতে মোট ৫০ নম্বরের পরীক্ষা হবে পরীক্ষা অনুষ্ঠিত হবে জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয় স্কুল এন্ড কলেজে শিফট ভিত্তিক পরীক্ষায় সকাল সাড়ে ৯টায় ক্লাস ৬ষ্ঠ, ৮ম, ৯ম ১২শ এবং বেলা ১১ টায় ৭ম, ১০ম ১১শ শ্রেণির পরীক্ষা অনুষ্ঠিত হবে শিক্ষার্থীদের জন্য বাংলা ইংরেজি উভয় ভার্সনের প্রশ্ন থাকবে শিক্ষার্থীরা তাদের সুবিধা মতো ভার্সনে প্রশ্নের উত্তর করার করার সুযোগ পাবেন মেধার ভিত্তিতে প্রতি শ্রেণি থেকে জন বিজয়ীকে পুরস্কৃত করা হবে তাছাড়াও, প্রত্যেক অংশগ্রহণকারীকে সার্টিফিকেট প্রদান করা হবে

সায়েন্স ক্লাবের সভাপতি জাকিরুল ইসলাম বলেন, ‘গণিত হলো বিজ্ঞানের ভাষা বিশ্লেষণী চিন্তাভাবনা উন্নত করতে এবং মস্তিষ্কের বিকাশে গণিত চর্চার বিকল্প নেই শিক্ষার্থীদের গাণিতিক মেধার উৎকর্ষ সাধনে এবং গণিতে আগ্রহ বাড়ানোর একটি অন্যতম মাধ্যম হলো গণিত অলিম্পিয়াড ক্ষুদ্র শিক্ষার্থীদের বিশ্লেষণমূলক সৃজনশীল দক্ষতা যাচাই করতে এবং উচ্ছ্বাসিত আনন্দঘন পরিবেশে গণিত নিয়ে তাদের ভীতি দূর করতে আমাদের আয়োজন

অলিম্পিয়াডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান এমপি, বিশেষ অতিথি হিসেবে থাকবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক . নুরুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মোঃ মনজুরুল হক, ট্রেজারার অধ্যাপক রাশেদা আখতার, জাবি সায়েন্স ক্লাবের প্রধান উপদেষ্টা পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আলমগীর কবীর সহ অন্যান্য উপদেষ্টাগণ

উল্লেখ্য, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সায়েন্স ক্লাব প্রতি বছর বিজ্ঞান প্রযুক্তির প্রসারতা, বিজ্ঞানের আশীর্বাদ সারা দেশে ছড়িয়ে দেয়ার জন্য বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে জাতীয় গণিত অলিম্পিয়াড ছাড়াও ক্ষুদে শিক্ষার্থীদের উদ্ভাবনে আগ্রহী করতে জাতীয় বিজ্ঞান মেলাসহ বিজ্ঞান বিষয়ক বিভিন্ন প্রতিযোগিতা, কর্মশালা, সভা সেমিনারের আয়োজন করে থাকে ক্লাব এর নিজস্ব প্রকাশনানিউক্লিয়াসএবংঅরবিটালএর মাধ্যমে বিজ্ঞানের বার্তা ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছে জেইউএসসি করোনাকালীন সময়ে করোনা মহামারিতে আর্থসামাজিক প্রভাব এবং স্বাস্থ্যবিধি নিয়ে বৈজ্ঞানিক গবেষণা কার্যক্রম সম্পাদন করেছে যেটির ফলাফল এখন আন্তর্জাতিক গবেষণা জার্নালে প্রকাশ হওয়ার জন্য প্রক্রিয়াধীন রয়েছে

যাযাদি/এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে