বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সিকৃবিতে  শিক্ষক হত্যার প্রতিবাদে চবি শিক্ষক সমিতির মানববন্ধন

সিকৃবি প্রতিনিধি
  ৩০ জুন ২০২২, ২১:২১
আপডেট  : ০১ জুলাই ২০২২, ০৯:৫৬

সাভারের আশুলিয়ার হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক উৎপল কুমার সরকারকে হত্যা এবং অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসের মানহানির ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) শিক্ষক সমিতি।

বৃহস্পতিবার (৩০ জুন) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদের সভাপতিত্বে এবং সমিতির সাধারণ সম্পাদক ড. এম এম মাহবুব আলমের সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন অধ্যাপক ড. মতিয়ার রহমান হাওলাদার, মাননীয় ভাইস চ্যান্সেলর, অধ্যাপক ড. আব্দুল আজিজ, অধ্যাপক ড. মোশাররফ হোসেন সরকার, জনাব মোঃ আবু কাওসার।

প্রধান অতিথি মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. মতিয়ার রহমান হাওলাদার বলেন, ছাত্রসমাজের একটা অংশের নৈতিক অবক্ষয় হয়েছে। তাই নৈতিক শিক্ষার উপর জোর দিতে হবে, যা পরিবার থেকে শুরু করতে হবে। নৈতিক উন্নতি না হলে, কেবল অর্থনৈতিক উন্নতি দিয়ে প্রকৃত সোনার বাংলা গড়ে তোলা সম্ভব না।

শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ বলেন,আমাদের বিবেক জাগ্রত করা উচিত। সমাজের প্রতিটি পরিবারে সন্তানকে সুশিক্ষিত করতে হবে। সেই সাথে অসাম্প্রদায়িক দেশ গড়ার পেছনে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে, শিক্ষকদের মাঝে একতা বজায় রাখতে হবে।

যাযাদি/এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে