শিক্ষক হত্যা ও মানহানির ঘটনায় জাবি শিক্ষক সমিতির প্রতিবাদ

প্রকাশ | ০৩ জুলাই ২০২২, ১৭:১০

জাবি প্রতিনিধি

কলেজ শিক্ষক উৎপল কুমার সরকারকে হত্যা এবং অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসের মানহানির ঘটনায় প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয় শিক্ষক সমিতি রোববার ( জুলাই) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন সড়কে মানববন্ধন কর্মসূচি পালিত হয়

মানববন্ধনে জাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মো. মোতাহার হোসেনের সঞ্চালনায় শিক্ষক সমিতির সভাপতি গণিত বিভাগের অধ্যাপক লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ বলেন, ‘শিক্ষার্থীরা শিক্ষকদের অপমানিত, লাঞ্ছিত হত্যা করছে এর প্রতিবাদ জানানোর ভাষা আমাদের নেই যাদের আমরা শিক্ষা দেই, তারাই যদি আমাদের উপর চড়াও হয় তাহলে আমাদের নিরাপত্তা কে দিবে?’

তিনি আরও বলেন, ‘স্কুল-কলেজের শিক্ষার্থীদের মাঝে কিশোর গ্যাংয়ের তৎপরতা বাড়ছে অধিকাংশ আক্রমনে সাম্প্রদায়িকতার বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় সরকারসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সঠিক তদন্তের মাধ্যমে কারণগুলো উদঘাটন করে দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে

সরকার রাজনীতি বিভাগের অধ্যাপক মো. শামছুল আলম বলেন, ‘একটার পর একটা শিক্ষক লাঞ্ছনার ঘটনা ঘটেই চলছে কিন্তু এগুলোর কোন সুষ্ঠু তদন্ত বা শাস্তি দেওয়ার মতো উদ্যোগ দেখি নাই নড়াইলে সামান্য ঘটনাকে সাম্প্রদায়িক রূপ দেওয়ার চেষ্টা করা হয়েছে পুলিশ সরকারি দলের নেতাকর্মীদের উপস্থিতিতে সেখানে শিক্ষকের গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করা হয়েছে সাভারের আশুলিয়ায় জনসম্মুখে একজন শিক্ষককে হত্যা করা হয়েছে, কিন্তু কেউ এর তাৎক্ষণিক প্রতিবাদ করেনি

তিনি আরও বলেন, ‘পরিসংখ্যান বলেছে গত ছয় মাসে একটি সম্প্রদায়ের ৬৯ জনকে হত্যা করা হয়েছে একটি স্বাধীন দেশে এধরনের ঘটনার ধিক্কার জানাই এমন ঘটনায় জাতি হিসেবে আমরা লজ্জায় পড়ে যাই এইসব হত্যাকারী লাঞ্ছনাকারীদের দ্রুত শাস্তির আওতায় আনার জোর দাবি জানাচ্ছি

রসায়ন বিভাগের অধ্যাপক তপন কুমার সাহা বলেন, ‘শুধু আইন শৃঙ্খলা বাহিনীর উপর নির্ভর করলে হবে না, সমগ্র জাতির মনস্তাত্ত্বিক জগতের উন্নয়ন প্রয়োজন

এছাড়াও এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিজনেস স্টাডিজ অনুষদের ডিন নীলাঞ্জন কুমার সাহা, নাটক নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক ফাহমিদা আক্তার, প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মো. মনোয়ার হোসেন, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সুমনা গুপ্তা প্রমুখ

যাযাদি/এস