কোর্টের রায় সহজবোধ্য ও সংক্ষিপ্ত হওয়া বাঞ্ছনীয় : বিচারপতি কৃষ্ণা দেবনাথ

প্রকাশ | ০৩ জুলাই ২০২২, ২০:১৩

জাবি প্রতিনিধি

‘আদালতের রায় লেখা হয় ইংরেজিতে। সেই কারণে এসব রায় সহজবোধ্য ও সংক্ষিপ্ত হওয়া বাঞ্ছনীয়। সর্বোপরি কোর্টের ভাষা গণমানুষের বোধগম্য করে তুলতে হবে।’- বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপিল বিভাগের বিচারপতি কৃষ্ণা দেবনাথ।


রবিবার (৩ জুলাই) বিকাল ৪ টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে আইন অনুষদ আয়োজিত ‘লাইফ ইন ল’ শীর্ষক সেমিনারে মুখ্য আলোচকের বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।


বিচারপতি কৃষ্ণা দেবনাথ আরও বলেন, ‘জীবন ও আইন ওতপ্রোতভাবে জড়িত। মানুষ জন্মের পর পরই জন্ম নিবন্ধনের মাধ্যমে আইনের সঙ্গে সম্পৃক্ত হয়। মানুষের সমাজ ও সংসার সবকিছু আইন অনুযায়ী পরিচালিত হয়। সেকারণে সবার জন্য আইন পাঠ জরুরি। আইন পাঠ জীবনকে সহজ করে তোলে।’


আইন বিভাগের শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘বর্তমানে আইনজীবীদের প্রতি ভূক্তভোগীদের আস্থা কমে যাওয়ার প্রবণতা লক্ষণীয়। এ কারণে ভূক্তভোগীদের অনেকে আদালতে নিজে কথা বলতে চান। ভূক্তভোগীদের আস্থা ফেরাতে তরুণ আইনজীবীদের আরও দায়িত্বশীল হওয়া প্রয়োজন।’
দেশের স্বাধীন বিচার ব্যবস্থা প্রসঙ্গে তিনি বলেন, ‘মনের দিক থেকে স্বাধীন না হলে কাগুজে স্বাধীনতা কার্যকর ফলাফল আনতে পারবে না।’


সেমিনারে আইন অনুষদের ভারপ্রাপ্ত ডিন সহযোগী অধ্যাপক তাপস কুমার দাসের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন আইন ও বিচার বিভাগের সহযোগী অধ্যাপক সুপ্রভাত পাল, সহকারী অধ্যাপক প্রীতি কণা শিকদার, বনশ্রী রাণী ও তামান্না আজিজ তুলি প্রমুখ।।
সেমিনার শেষে আইন ও বিচার বিভাগের ৫০ ব্যাচের নবীন শিক্ষার্থীদের বরণ করা হয়।

 

যাযাদি/ এস