বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চুয়েটে শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটর উদ্বোধন  প্রধানমন্ত্রীর

চুয়েট প্রতিনিধি
  ০৬ জুলাই ২০২২, ১৩:২৪

আজ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রাম প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) নবস্থাপিত শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটর উদ্বোধন করেন বুধবার সকাল ১০.০০টায় গণভবন থেকে অনলাইনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত থেকে সরাসরি ইনকিউবেটরটি উদ্বোধন করেন তিনি উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক অতঃপর শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটর সম্পর্কিত তথ্যচিত্র প্রদর্শিত হয়

প্রদর্শনী শেষে বক্তব্য রাখেন তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়

সবশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বক্তব্য রাখেন এবং শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটর, শেখ জামাল ডরমেটরি রোজী জামাল ডরমেটরির শুভ উদ্বোধনী ঘোষণা প্রদান করেন বেলা ১১:১৫টার দিকে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়

এছাড়াও অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন শিক্ষামন্ত্রী . দীপুমণিসহ আরো অনেকে সরাসরি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাউজানের এমপি বি এম ফজলে করিম চৌধুরী

প্রধানমন্ত্রী উদ্বোধনকালে তাঁর বক্তব্যে বলেন, শুধুমাত্র গার্মেন্টস শিল্পনির্ভরতা থেকে এটিকে বহুমুখী করার লক্ষ্যে ডিজিটাল ডিভাইসগুলো এখন থেকে বাংলাদেশেই তৈরি এবং বিদেশে রপ্তানি করা হবে ইতোমধ্যে অনেক কোম্পানি ইনভেস্টের লক্ষ্যে বাংলাদেশে আসছে ডিজিটাল বাংলাদেশ তরুণ সমাজকে নতুন নতুন সুযোগ করে দিচ্ছে তরুণ প্রজন্মদের উদ্ভাবিত থিসিস, রিসার্চ নতুন নতুন আইডিয়ার মাধ্যমে আমরা দেশকে আরো এগিয়ে নিয়ে যেতে পারবো ডিজিটাল বাংলাদেশকে আরো উন্নত করে ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার ভিশন বাস্তবায়নের নির্দেশ দিয়েছি চুয়েটের উপাচার্য . মো. রফিকুল আলম মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আজকে চুয়েটের সমস্ত শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীদের আনন্দের দিন আইটি ইনকিউবেটরর প্রধান উদ্দেশ্য তথ্য প্রযুক্তি খাতে সফল উদ্যোক্তা তৈরি করা, বিশ্ববিদ্যালয় লেভেলে গবেষণা, একাডেমিক এবং ইন্ডাস্ট্রি সমন্বয় সাধন করার নিমিত্ত দক্ষ গ্রাজুয়েট তৈরি করা ইনকিউবেটরটি শিক্ষার্থীদের ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করছি ২০৪১ সালের মধ্যে প্রধানমন্ত্রীর স্বপ্নের স্মার্ট বাংলাদেশ আইটি ইনকিউবেটর অনেক ভূমিকা পালন করবে বলে আমরা আশাবাদী

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে