জাবির 'সি' ইউনিটের ফল প্রকাশ, পাশের হার ৪৫ শতাংশ

প্রকাশ | ০২ আগস্ট ২০২২, ১৬:৫৪

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের 'সি' ইউনিটভুক্ত কলা মানবিকী অনুষদ এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য সংস্কৃতি ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে এতে বিজ্ঞান, মানবিক এবং বানিজ্য বিভাগের শিক্ষার্থীদের গড় পাশের হার প্রায় ৪৫ শতাংশ

 

মঙ্গলবার ( আগস্ট) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে (juniv-admission.org) এই ফলাফল প্রকাশ করা হয়

 

ছেলে মেয়ে শিক্ষার্থীদের জন্য পৃথক পৃথক ফলাফল প্রকাশিত হয়েছে৷ এছাড়াও বিজ্ঞান, মানবিক ব্যবসায় শিক্ষা বিভাগ অনুসারে পৃথকভাবে এবং ইংরেজি বিভাগ, প্রত্নতত্ত্ব বিভাগ, নাটক নাট্যতত্ত্ব বিভাগ, চারুকলা বিভাগ এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য সংস্কৃতি ইন্সটিটিউটের পৃথক ফলাফলের তালিকা প্রকাশ করা হয়েছে

 

ভর্তি বিষয়ক ওয়েবসাইট ছাড়াও বিভিন্ন ইউনিটের নোটিশ বোর্ডেও এই ফলাফল প্রকাশ করা হবে এবং উত্তীর্ণ শিক্ষার্থীদের ওয়েবসাইটে সংরক্ষিত মোবাইল নাম্বারে এসএমএস মাধ্যমে ফলাফল জানিয়ে দেওয়া হবে

 

'সি' ইউনিটের ভর্তি পরীক্ষা কমিটির সদস্য আইবিএ-জেইউ এর সহযোগী অধ্যাপক মোহাম্মদ নাজমুল ইসলাম জানান, 'এবারের 'সি' ইউনিটের পরীক্ষায়  অংশগ্রহণ করে ৪৬ হাজার ২৯৬ জন ভর্তিচ্ছু এর মধ্যে চারশো শিক্ষার্থীর ওএমআর শীট বাতিল হয়েছে পাশ করেছে মোট ২০ হাজার ৯৯৬ জন শিক্ষার্থী পাশের হার প্রায় ৪৫ শতাংশ'

 

উল্লেখ্য, এর আগে গত রবিবার মোট ৫টি শিফটে 'সি' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়

 

যাযাদি/ এস