‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মাধ্যমে নিজেদের কার্যক্রম শুরু করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগ। বুধবার বেলা দেড়টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটক সংলগ্ন মুজিব ম্যুরালে এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন নতুন দায়িত্বপ্রাপ্ত নেতাকর্মীরা। এসময় সাবেক ছাত্রলীগের নেতা-কর্মী ও বিভিন্ন শিক্ষক সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি দেখা যায়।
জানা গেছে, কেন্দ্রীয় ছাত্রলীগ গত ৩১ জুলাই রাত ১১ টায় ফয়সাল সিদ্দিকী আরাফাতকে সভাপতি ও নাসিম আহমেদ জয়কে সাধারণ সম্পাদক করে ইবিতে ২৪ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়। শোকের মাসে মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মাধ্যমেই প্রথম কার্যক্রম শুরু করে তারা। এসময় শাখা ছাত্রলীগের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে কমিটির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষক সংগঠনের নেতাকর্মী ও সাবেক ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ১৫ আগস্টে শাহীদের উদ্দেশ্যে এক মিনিট নিরবতা পালন করা হয়। এসময় কর্মীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক। অনুষ্ঠান শেষে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে শেষে দলীয় টেন্টে উপস্থিত হয় নতুন নেতাকর্মীরা। পরে নেতাকর্মীরা ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালামের সাথে সৌজন্য সাক্ষাত করেন। এসময় ট্রেজারার প্রফেসর ড. আলমগীর হোসেন ভূঁইয়া উপস্থিত ছিলেন।
যাযাদি/এস
Copyright JaiJaiDin ©2022
Design and developed by Orangebd