লোডশেডিং, জ্বালানি খাতে অব্যবস্থাপনা ও দ্রব্যমূল্যের উর্দ্ধগতির প্রতিবাদে ভোলা জেলা বিএনপির সমাবেশে পুলিশের গুলিতে নিহত ছাত্রদলের ভোলা জেলা শাখার সভাপতি নূরে আলমের মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রদল।
বৃহস্পতিবার (৪ আগস্ট) নগরীর ষোলশহর সংলগ্ন সড়ক থেকে মিছিলটি দুই নাম্বার গেইট বিপ্লব উদ্যান এর সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়। এসময় তারা নূরে আলম হত্যার বিচারের পাশাপাশি সরকার পতনের চলমান আন্দোলনে নিজেদের জীবন বাজি রাখার শপথ করেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইয়াছিন এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন চবি ছাত্রদলের সহ সভাপতি মীর হোসেন মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত খান, মুক্তিযুদ্ধ গবেষণা বিষয়ক সম্পাদক জালাল উদ্দীন সিদ্দিকী মিসবাহ, চবি ছাত্রদল নেতা আমানউল্লাহ, মোঃ শাফায়াত, এনায়েত ইসলাম দ্বীপ, মোঃ রাসেল উদ্দিনসহ আরও অনেকে।
যাযাদি/এসএস
Copyright JaiJaiDin ©2022
Design and developed by Orangebd