জাবির 'ডি' ইউনিটে পাসের হার ৫৯ শতাংশ

প্রকাশ | ০৬ আগস্ট ২০২২, ১৪:৩৯

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের জীববিজ্ঞান অনুষদভুক্ত 'ডি' ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। 'ডি' ইউনিটে পাস করেছে ৫৯ দশমিক ১৬ শতাংশ শিক্ষার্থী। 

শুক্রবার (৫ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট 'juniv-admission.org'- এ এই ফলাফল  প্রকাশ করা হয়।জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক নূহু আলম এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, 'ডি ইউনিটে ৩২০ টি আসনের বিপরীতে মোট ৮৭ হাজার ৭২৭ জন শিক্ষার্থী আবেদন করছিল। তবে পরীক্ষায় অংশ নেয় ৬৭ হাজার ৭০৭ জন। উপস্থিতির হার ছিল প্রায় ৭৭ শতাংশ। বিভিন্ন কারণে ১৪০টি উত্তরপত্র বাতিল করা হয়েছে।'

তিনি আরও বলেন, 'মোট পাস করেছে ৪০ হাজার ৮৩ জন পরীক্ষার্থী। এর মধ্যে ছেলে ২০ হাজার ৭৮ জন ও মেয়ে ১৯ হাজার ৭০৫ জন। সে হিসেবে গড় পাসের হার ৫৯ দশমিক ১৬ শতাংশ।'

যাযাদি/ এসএইচ