চবিতে আশুরা উপলক্ষে প্রতিবন্ধী ছাত্র সংগঠনের আলোচনা সভা

প্রকাশ | ১০ আগস্ট ২০২২, ২০:৫৩

চবি প্রতিনিধি

ডোরস ফর ইনক্লুসিভ সুইসাইট (ডিআইএস) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিবন্ধী  ছাত্র সমাজ (ডিসকু) এর যৌথ উদ্যােগে আশুরা উপলক্ষে দোয়া মাহফিল আলোচনা সভার আয়োজন করা হয় বুধবার ( ১০ আগস্টবিকাল টায় ডিসকুর কার্যালয়ে এই আয়োজন  করা হয়

 

আলোচনা সভায় উপস্থিত ছিলেন ডি.আই.আই, চট্টগ্রাম বিভাগীয়  শাখার আহ্বায়ক জনাব মোঃ রাকিবুল ইসলাম সরকার আরো উপস্থিত ছিলেন ডিসকুর ভারপ্রাপ্ত সভাপতি রাগিব আরাফাতডিসকুর সাধারণ সম্পাদক  মোঃ মাইদুল ইসলাম, ডিসকু এর সাবেক বর্তমান শিক্ষার্থীবৃন্দ ডিসকুর বন্ধুসভার সকল সদস্যবৃন্দ

 

আলোচনা সভায় ডি.আই.এস  আহ্বায়ক  রাকিবুল ইসলাম সরকার বলেন, আমরা কাজ করতে এসেছিআমরা কাজ করতে চাই তোমরা এগিয়ে আসো আমরা সহায়তার হাত বাড়িয়ে দেবোডি.আই.এস বিভিন্ন প্রকল্প নিয়ে কাজ করে যাচ্ছে সবসময় ডি.আই.এস লক্ষ্যই হচ্ছে  প্রতিবন্ধী দুস্থ ব্যক্তিদের স্বাবলম্বী করে তুলে মূল স্রোতধারাতে নিয়ে আসা

 

অনুষ্ঠানে ডিসকুর ভারপ্রাপ্ত সভাপতি রাগিব আরাফাত বলেন, ডি.আই.এস কে পাশে পেয়ে আমরা অনেক আনন্দিত এমন মহতি উদ্যোগ নেওয়ার জন্য ডি.আই.এস কে আমরা ধন্যবাদ জানাই ভবিষ্যতে আমরা চাই ডি.আই.এস আমাদের জন্য কাজ করে এবং আমাদের দিকে যেন সহায়তার হাত বাড়িয়ে দেয়

 

ডিসকুর সাধারণ সম্পাদক মোঃ মাইদুল ইসলামের পরিচালনায় দোয়া মোনাজাত  অনুষ্ঠিত হয়মোনাজাতে ডি.আই.এস ডিসকুর জন্য সাফল্য কামনা করে মহান আল্লাহ তাআলার নিকট দোয়া প্রার্থনা করা হয়

 

যাযাদি/এস