হাবিপ্রবি শিল্প ও সাহিত্য সমিতির নেতৃত্বে মিতু ও লাভলু
প্রকাশ | ২৯ অক্টোবর ২০২২, ১২:৫৬

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) অন্যতম সংগঠন " হাবিপ্রবি শিল্প ও সাহিত্য সমিতি, দিনাজপুর " ( এর কার্যনির্বাহী কমিটি ২০২২-২৩) ঘোষণা করা হয়েছে।
সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগ ২০১৭ ব্যাচের শিক্ষার্থী সুরাইয়া ইয়াসমিন মিতু ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন কৃষি অনুষদ ২০১৮ ব্যাচের শিক্ষার্থী লাভলু ইসলাম।
এছাড়া সংগঠনের বিভিন্ন দায়িত্বে আছেন অত্র বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। ট্রাস্টি বোর্ডে রয়েছেন সংগঠনের সাবেক দায়িত্বশীল সদস্যরা।
উপদেষ্টা হিসেবে আছেন সহযোগী ড.মো রবিউল ইসলাম, সহযোগী অধ্যাপক ড. মো: হাসানুর রহমান, সহযোগী অধ্যাপক আশরাফী বিনতে আকরাম, সহকারী অধ্যাপক সুব্রত কুমার প্রামানিক।
হাবিপ্রবি শিল্প ও সাহিত্য সমিতির সভাপতি সুরাইয়া ইয়াসমিন মিতু বলেন, " হাবিপ্রবি শিল্প ও সাহিত্য সমিতি গড়ে তুলেছে নবীন লেখক ও চিত্রকরদের সূতিকাগার। গড়ে ওঠে সাহিত্য মেলা। আমরা প্রতিবছর শিল্প ও সাহিত্য বিষয়ক সাময়িকী " কৌমুদী " প্রকাশ করি। এছাড়াও আয়োজন করা হয় বিভিন্ন শিল্প ও সাহিত্য বিষয়ক কর্মশালা। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবো সবার সহযোগিতায় এই সংগঠনকে আরও সামনে এগিয়ে নিয়ে যাওয়ার। "
সাধারণ সম্পাদক লাভলু ইসলাম বলেন, " আমি কৃতজ্ঞতা জানাই গত কার্যনির্বাহী কমিটির সভাপতি সাধারণ সম্পাদক সকল সদস্য ও উপদেষ্টামডলীকে নতুন কার্যনির্বাহী কমিটিতে সাধারণ সম্পাদকের মতো গুরু দায়িত্বে আমার ওপর আস্থা রাখায়।আশা করছি সবার সহযোগিতায় প্রতিবছরের ন্যায় বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়ার পাশাপাশি অতিরিক্ত আরো কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ হাতে নিয়ে হাবিপ্রবি শিল্প ও সাহিত্য সমিতিকে এগিয়ে নিতে পারবো, ইনশাআল্লাহ।"
যাযাদি/সাইফুল