রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছেলে ও মেয়েদের আবাসিক ১৭টি হলের সমন্বিত হল সমাপনী অনুষ্ঠিত হবে আগামী ২৮ ডিসেম্বর। বিশ্ববিদ্যালয়ের হল প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক ড. সুজন সেন বিষয়টি নিশ্চিত করেছেন।
সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য প্রতিটা হলের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের আবাসিক-অনাবাসিক শিক্ষার্থীদের নাম ৩০ নভেম্বরের মধ্যে অন্তর্ভুক্ত করতে বলা হয়েছে।
প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক ড. সুজন সেন বলেন, সমন্বিত হল সমাপনী গত বছরের ন্যায় এ বছরো করতে যাচ্ছি। হলের সব শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বড় অনুষ্ঠানের আয়োজন করা সম্ভব। হলগুলো এককভাবে সমাপনী করলে দেখা যায়, সব হলের হল সমাপনী শেষ হতে অনেক সময় লেগে যায়। এবার তাই আমরা একসাথে সব হল মিলে সমাপনীর আয়োজন করছি ।
তিনি আরো জানান, আগামী ২৮ ডিসেম্বর বেলা ১১টায় সব হলের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের শুরু হবে। শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার, প্রো-ভিসি অধ্যাপক সুলতান উল ইসলাম ও অধ্যাপক এম হুমায়ুন কবীর, প্রক্টর অধ্যাপক আসাবুল হক এবং ছাত্র উপদেষ্টা এম তারেক নূর ও সব হলের প্রাধ্যক্ষরা উপস্থিত থাকবেন।
এরপর বিকেল ৪টায় আলোচনা সভা, ক্রেস্ট বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শিক্ষার্থীদের মধ্যাহ্ন ভোজের ব্যবস্থা থাকবে বলে জানান হল প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক সহযোগী অধ্যাপক ড. সুজন সেন।
যাযাদি/মনিরুল