গণতান্ত্রিক আন্দোলনে ভূমিকা রাখবে ছাত্রফ্রন্ট : প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে নেতারা

প্রকাশ | ২৪ জানুয়ারি ২০২৩, ১৪:৫৯ | আপডেট: ২৪ জানুয়ারি ২০২৩, ১৫:০৪

ঢাবি প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

আগামীদিনের সকল গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। মঙ্গলবার(২৪ জানুয়ারি) ৩৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এক সমাবেশে এ আশাবাদ ব্যক্ত করেন দলের নেতারা।

সংগঠনের সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সভাপতি সালমান সিদ্দিকী। সভাবেশে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক প্রগতি বর্মন তমা এবং বাসদ (মার্কসবাদী)এর কেন্দ্রীয় সমন্বয়ক মাসুদ রানা।

বাসদ (মার্কসবাদী) এর কেন্দ্রীয় সমন্বয়ক মাসুদ রানা তার বক্তব্যে বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার জনজীবনে ভয়ংকর দুর্ভোগ নামিয়ে এনেছে। দ্রব্যমূল্যর উর্ধ্বগতিতে জনজীবন দিশেহারা। ব্যাংকলুট, টাকা পাচারের মধ্যে দিয়ে দেশকে একটা লুটপাটের অভয়ারণ্যে  পরিনত করেছে সরকার। কোনো ধরনের গণতান্ত্রিক অধিকার দেশে নেই। বিরোধীমত দমনে সরকার দেশকে পুলিশি রাষ্ট্রে পরিনত করেছে বলে তিনি মন্তব্য করেন। 

সভাপতির বক্তব্যে সালমান সিদ্দিকী বলেন, 'শিক্ষক্রম-২০২০’ বাস্তবায়নের মধ্যে দিয়ে সরকার শিক্ষার উপর বড় আক্রমণ নামিয়ে আনছে। শিক্ষার প্রকৃত উদ্দেশ্যকে পাস কাটিয়ে একদল টেকনোক্রেট তৈরি করতেই সরকার শিক্ষাক্রম বাস্তবায়ন করছে বলে তিনি মন্তব্য করেন।

শিক্ষাপ্রতিষ্ঠানে অগণতান্ত্রিক পরিবেশর কথা উল্লেখ করে তিনি বলেন, 'ক্ষমতাসীন সরকার নিজের গদিকে টিকিয়ে রাখতে ছাত্রলীগ দ্বারা শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নিয়ন্ত্রণের চেষ্টা করছে যা শিক্ষার সামগ্রিক পরিবেশকে বাধাগ্রস্ত করছে।

যাযাদি/ এস