রাবি শিক্ষার্থী হিমেলের স্মরণে দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ

প্রকাশ | ০১ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:১৭

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহমুদ হাবিব হিমেলের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। 

বুধবার (১ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে বৃক্ষরোপণ ও তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।

এতে বিশ্ববিদ্যালের উপ-উপাচার্য অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম, অনুষদ অধিকর্তা অধ্যাপক মোহাম্মদ আলী, বিভাগীয় সভাপতি অধ্যাপক টিএমএম নুরুল মোদ্দাসের চৌধুরীসহ অনুষদভুক্ত বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেয়।

এসময় অধ্যাপক সুলতান-উল-ইসলাম বলেন, হিমেলের মৃত্যু তার পরিবার, সহপাঠীসহ সামগ্রিকভাবে বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য হৃদয়বিদারক। এমন ঘটনা আর যাতে না ঘটে এজন্য সকলকে  সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। তার মৃত্যুতে অসহায় পরিবারের প্রতি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সাধ্যমত সহায়তা দিয়েছে। ভবিষ্যতেও প্রয়োজনে সহযোগিতা দেয়ার বিষয় বিবেচনা করা হবে বলে তিনি জানান।

প্রসঙ্গত, মাহমুদ হাবিব হিমেল ২০২২ সালের এই দিনে দিবাগত রাতে শহীদ হবিবুর রহমান হল সংলগ্ন সড়কে ট্রাকচাপায় মারা যায়। বিষয়টি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক শোকাবহ পরিবেশের সৃষ্টি করে।
যাযাদি/ এম