দম্পতিকে আটকে স্বর্ণলুটের ঘটনায় দুই ছাত্রলীগ নেতাকে ঢাবি থেকে বহিষ্কার

প্রকাশ | ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১০:১৯

ঢাবি প্রতিনিধি

বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুন্ন, অসদাচরণ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রলীগ নেতাকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে তাদের কেন স্থায়ী বহিষ্কার করা হবে না মর্মে পত্রপ্রাপ্তির সাত কর্মদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। 

সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের উপ-পরিচালক মোহামম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

প্রসঙ্গত, গত ১৫ জানুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এক নারীকে হেনস্থা ও তার স্বামীকে মারধর করে ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের স্বর্ণলুটের অভিযোগ ঘটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। এ ঘটনার দুইদিন পর ১৭ জানুয়ারি ভুক্তভোগী নারী শাহবাগ থানায় মামলা দায়ের করেছিলেন। এরই পরিপ্রেক্ষিতে তাদের বহিষ্কার করা হয়।

বহিষ্কৃতরা হলেন- কবি জসিমউদদীন হল শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তানজীর আরাফাত তুষার ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নির্বাহী সদস্য রাহুল রায়। তুষার বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৭-২০১৮ সেশনের শিক্ষার্থী। অন্যদিকে রাহুল আইন বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী।

এসএম