বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা
প্রকাশ | ২২ মার্চ ২০২৩, ২০:৫৩
নানা বর্ণাঢ্য আয়োজনে দেশব্যাপী জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে আন্তঃকলেজ ক্রীড়া, সংস্কৃতি ও বিতর্ক প্রতিযোগিতা।
এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে ঢাকায়। ১৯ মার্চ সাভারের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান-বিকেএসপিতে ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্ট এর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে ।
আর সংস্কৃতি ও বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে ২১ মার্চ।
বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের ভেন্যু ছিল ঢাকার নটরডেম কলেজ। আর সংস্কৃতি প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের ভেন্যু ছিল ঢাকা সংগীত কলেজ।
এ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার বিতরণের তারিখ পরবর্তীতে জানানো হবে।
উল্লেখ্য, গত ২২ জানুয়ারি থেকে সারাদেশে এই প্রতিযোগিতা শুরু হয়।
যাযাদি/ এম