ইবিতে রমজান ও ঈদের ছুটি শুরু

প্রকাশ | ২৩ মার্চ ২০২৩, ১৯:৪২

ইবি প্রতিনিধি

পবিত্র রমজান, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস, ইস্টার সানডে, বাংলা নববর্ষ, শব-ই-ক্বদর, ঈদ-উল-ফিতর ও মে দিবস উপলক্ষ্যে ২৩ মার্চ হতে ০১ মে পর্যন্ত ক্লাস বন্ধ ঘোষণা করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্তৃপক্ষ। ছুটিকালীন স্ব স্ব  বিভাগ পরীক্ষা নিতে পারবে। তবে সেক্ষেত্রে সংশ্লিষ্ট বিভাগকে পরিবহন অফিসে রিকুইজিশন দিয়ে গাড়ীর ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশনা দেয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস, ইস্টার সানডেসহ ১৭ এপ্রিল থেকে ২৬ এপ্রিল পর্যন্ত অফিসসমূহ বন্ধ থাকবে। এছাড়া পবিত্র রমজান উপলক্ষে অফিসের সময়সূচি সকাল ৯ টা হতে বিকেল সাড়ে ৩ টা করা হয়েছে। তবে দুপুর সোয়া ১ টা হতে দেড়টা পর্যন্ত যোহরের নামাজের জন্য বিরতি দেওয়া হয়েছে। অফিস বন্ধকালীন বিশ্ববিদ্যালয়ের জরুরী সেবাসমূহ (চিকিৎসা, পানি, বিদ্যুৎ, আইসিটি সেল, নিরাপত্তা ও এস্টেট) চালু থাকবে।


যাযাদি/এসএস