বশেমুরবিপ্রবিতে ল ডিবেটিং ক্লাব এর উদ্যোগে বিতর্ক উৎসব

প্রকাশ | ৩০ মার্চ ২০২৩, ২১:১৯

বশেমুরবিপ্রবি প্রতিনিধি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) "চিন্তার আলোকে যুক্তির স্বাধীনতা" প্রতিপাদ্যকে ধারণ করে ল ডিবেটিং ক্লাব এর উদ্যোগে মহান স্বাধীনতা দিবস আন্তঃক্লাব বিতর্ক উৎসব অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ মার্চ ) বিকাল ৩.০০ টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সপ্তম তলায় আইন অনুষদের মুটকোর্ট রুমে তিন দিনব্যাপী বিতর্ক উৎসবের ফাইনাল রাউন্ডের বিতর্ক হয়। বিতর্ক উৎসবের পৃষ্ঠপোষকতায় আইন বিভাগ এবং সহযোগিতায় ছিলো ডিবেটিং সোসাইটি।

বিতর্ক উৎসবে মোট আটটি টিম অংশগ্রহণ করে। এগ্রিকালচার ডিবেটিং ক্লাব এবং বিএমবি ডিবেটিং ক্লাব এর মধ্যে ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়। এতে বিজয়ী হয় বিএমবি ডিবেটিং ক্লাব। 

এ সময় বশেমুরবিপ্রবি ডিবেটিং সোসাইটির উপদেষ্টা ফায়েকুজ্জামান বলেন, বিভিন্ন সীমাবদ্ধতা থাকা সত্তে¡ও এ ধরনের বুদ্ধিবৃত্তিক চর্চা একটি ইতিবাচক ইঙ্গিত। ডিবেটরগণ হবেন যুক্তিবাদী এবং অন্যের মতের প্রতি সহনশীল ।

এসময় তিনি ডিবেটিং সংশ্লিষ্ট কাজে সাহায্যের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।
যাযাদি/ এম