কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ 

প্রকাশ | ০৪ মে ২০২৩, ১১:২৫

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ধান কাটা নিয়ে বিপাকে পড়া এক কৃষকের ধান কেটে ঘরে তুলে দিয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। বুধবার (৩ মে) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন মোফাজ্জল হোসেন নামীয় এক কৃষকের ৪২ শতাংশ জমির ধান কেটে দেন তারা। 

ছাত্রলীগের সহযোগিতা পেয়ে ভীষণ খুশি ওই পরিবার। মোফাজ্জল হোসেনের ছেলে সোহাগ হোসেন বলেন, ‘ছাত্রলীগের নেতারা জানিয়েছিল ধান কাটায় যদি কারো আর্থিক অসুবিধা হয় আমাদের জানাবেন। তাই আমি জানিয়েছি। সাথে সাথেই তাদের সাড়া পেয়েছি। এতে আমি অত্যন্ত খুশি। আমরা অনেক উপকৃত হয়েছি।’ 

শাখা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম বাবু জানান, ‘মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ও বাংলাদেশ ছাত্রলীগের নির্দেশে কৃষকের ধান কেটে ঘরে তুলে দেওয়ার যে উদ্যাগ গ্রহণ করেছে তা ইতিমধ্যেই সারা দেশে সাড়া ফেলেছে। তারই ধারাবাহিকতায় নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পক্ষ থেকে কৃষকের ধান কেটে ঘরে তুলে দেবার কাজে আমরা শামিল হয়েছি।’

সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিব বলেন, ‘যেকোনো সংকট, সংগ্রাম কিংবা দূর্যোগে ছাত্রলীগ সবসময় অগ্রণী ভূমিকা পালন করে থাকে। তাই মাননীয় প্রধানমন্ত্রী ও কেন্দ্রের নির্দেশে কৃষকের কষ্ট লাঘবে আমরা ধান কেটে দিয়েছি৷ বাংলাদেশ কৃষিনির্ভর দেশ। কৃষক বাঁচলে দেশ বাঁচবে। দেশের যেকোনো সংকট নিরসনে ছাত্রলীগ সবসময় কাজ করে যাবে।’

প্রসঙ্গত, গত ২৪ এপ্রিল বোরো মৌসুমে কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিতে ছাত্রলীগের নেতাকর্মীসহ, তরুণ প্রজন্ম এবং ছাত্র ও যুব সমাজের প্রতি আহ্বান জানান কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।

যাযাদি/ এস