চবি ভর্তি পরিক্ষার পাশের হার ৩২শতাংশ 

প্রকাশ | ২৮ মে ২০২৩, ১৭:৩১

চবি প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে ¯স্নাতক প্রথম বর্ষের ‘ডি' ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। পরীক্ষায় পাসের হার ৩২ দশমিক ৮৩ শতাংশ। মোট পরীক্ষার্থী ছিলেন ৩৯ হাজার ৭৭০ জন।
শনিবার রাত সোয়া ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও ভেরিফায়েড ফেসবুক পেজে ফল প্রকাশ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ‘ডি' ইউনিট ভর্তি কমিটির সমন্বয়ক ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সিরাজ উদ দৌল্লাহ। তিনি বলেন, ডি ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে। এতে ১৩ হাজার ৩৫৫ জন পাস করেছেন। নূন্যতম ৪০ নম্বর না পেয়ে ফেল করেছে ২৬ হাজার ৭১৩ জন শিক্ষার্থী। 

এর আগে ২২ ও ২৩ মে একাধিক শিফটে ‘ডি' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

চবির ‘ডি' ইউনিটে ১০০ নম্বরের নৈর্ব্যক্তিক পরীক্ষা হয়। জিপিএথর ওপর আরও ২০ নম্বর হিসাব করে মোট ১২০ নম্বরের ওপর ফল তৈরি করা হয়।

প্রতিটি ভুল উত্তরের জন্য কাটা হয় দশমিক ২৫ নম্বর।পরীক্ষায় কোনো লিখিত অংশ ছিল না। দ্বিতীয় বার ভর্তি পরীক্ষ অংশ নেয়া শিক্ষায়ার্থীদের মোট নম্বর থেকে ৫ নম্বর কাটা হয়েছে।

যাযাদি/ এম