রাবিতে অটো ও রিক্সার মুখোমুখি ধাক্কায় শিশু শিক্ষার্থীসহ আহত ৮ 

প্রকাশ | ০২ অক্টোবর ২০২৩, ১৫:২৮

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন ছাত্র শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের (টিএসসিসি) সামনে ব্যাটারি চালিত অটো ও ছোট রিকসার মুখোমুখি ধাক্কায় একজন শিশু শিক্ষার্থীসহ আহত হয়েছে ৮ জন। 

সোমবার (২ অক্টোবর) সকাল নয়টায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বিশ্ববিদ্যালয় এ্যাম্বুলেন্স যোগে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে পাঠানো হয় ।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ছোট অটো রিকশা কৃষি অনুষদে যাওয়ার পথে এবং বড় অটোর ক্যাম্পাসে আসার সময় উভয় মুখোমুখি ধাক্কায় ছোট রিকসা উল্টে যায়। তাদের  দ্রুত উদ্ধার করে বিশ্ববিদ্যালয় মেডিকেল নিয়ে যাওয়া হয়।

আহতদের মধ্যে একজন বিশ্ববিদ্যালয়ের  ভেটেরিনারি সাইন্স বিভাগ তৃতীয় বর্ষের শিক্ষার্থী হিয়া খাতুন। তিনি রিকসা থেকে পড়ে গিয়ে মুখে আঘাত প্রাপ্ত হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে রামেকে পাঠানো হয়। বর্তমানে রামেকে চিকিৎসারত আছে। 

আহত বাকি ৬ জন বিশ্ববিদ্যালয়ের স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী । তাদের বিশ্ববিদ্যালয় মেডিকেলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এদের মধ্যে একজন শিশু শিক্ষার্থী চোখেও আঘাত পেয়েছে। তবে তাদের নাম পরিচয় পাওয়া যায়নি। 

রিকশা চালক আমিনুল (৫৮)। পিতা আয়নাল সাং। তিনি রাজশাহীর মতিহার থানার মেহেরচন্ডি এলাকার বাসিন্দা। খবর পেয়ে রা:বি-১ টহল পুলিশ উভয় অটো রিকশা কাজলা ফাঁড়ীতে নিয়ে যায়।

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, আমরা ঘটনার শোনার পরেই সেখানে যাই। তারা সবাই আমাদের বিশ্ববিদ্যালয়েরই শিক্ষার্থী। ১জন ভেটেরিনারি সাইন্স বিভাগের শিক্ষার্থী। ও বাকিরা বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী ছিলেন। তাদেরকে বিশ্ববিদ্যালয় মেডিকেলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বাকি একজনের দাঁত ভেঙে যাওয়া তাকে রামেকে পাঠানো হয়েছে। আমাদের সহকারী প্রক্টর সার্বিক বিষয়টা দেখাশোনা করছে।

যাযাদি/ এসএম