পবিপ্রবিতে ইনোভেটিভ আইডিয়া শেয়ারিং প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ
প্রকাশ | ০২ অক্টোবর ২০২৩, ১৭:২৮
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(পবিপ্রবি) ভেটেরিনারি টিচিং হাসপাতালের উদ্যোগে ইনোভেটিভ আইডিয়া শেয়ারিং প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২অক্টোবর(সোমবার) সকাল ১০ টায় পবিপ্রবির ভাইস-চ্যান্সেলরের সম্মেলন কক্ষে ভেটেরিনারি টিচিং হাসপাতালের চীফ ভেটেরিনারিয়ান প্রফেসর ড. অষীত কুমার পাল'র সভাপতিত্বে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত ।
উক্ত অনুষ্ঠানে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও মওলানা ভাষানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর দল চুড়ান্ত প্রতিযোগীতায় অংশগ্রহন করে। উক্ত আয়োজনে সার্বিক সহযোগিতা করেন নাভানা ফার্মা ও পপুলার ফার্মাসিটিউক্যালস ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত বলেন, ভেটেরিনারি টিচিং হাসপাতাল অত্র এলাকার গবাদি পশু চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। আমি আশা করি এ ক্লিনিকের কার্যক্রমের পরিধি আরো বাড়ালে গবাদি পশুর চিকিৎসার সুফল জনগন আরো সহজে এবং দ্রুততার সাথে পাবে।
উল্লেখ্য, গত ২৯ সেপ্টেম্বর (শুক্রবার) ইনোভেটিভ আইডিয়া শেয়ারিং প্রতিযোগিতা ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়।
যাযাদি/এসএস