শাবিতে স্বপ্নোত্থানের ১২ দিনব্যাপী বইমেলার উদ্বোধন

প্রকাশ | ০৩ অক্টোবর ২০২৩, ১৪:০৮ | আপডেট: ০৩ অক্টোবর ২০২৩, ১৪:০৯

শাবি প্রতিনিধি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী শিক্ষার্থীদের সংগঠন স্বপ্নোত্থানের ১২ দিনব্যাপী বইমেলার উদ্বোধন করা হয়েছে। এক  বছর বয়সী এক অসুস্থ শিশুর জন্য সংগঠনটি এ মেলা আয়োজন করেছে।

মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলায় মেলার উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বপ্নোত্থানের প্রধান উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও শিশু সাহিত্যিক তুষার কর। এ ছাড়া বাংলা বিভাগের প্রধান অধ্যাপক ফারজানা সিদ্দিকা, সমুদ্রবিজ্ঞান বিভাগের প্রধান ডক্টর সুব্রত সরকার, সহযোগী অধ্যাপক আলমগীর কবির, স্বপ্নোত্থানের উপদেষ্টা তাহমিনা ইসলাম, মো. রিয়াদুল ইসলাম, সিয়ামুল বাশার প্রমুখ ও স্বপ্নোত্থানের সদস্যরা উপস্থিত ছিলেন।  

আয়োজকরা জানান, বিশ্ববিদ্যালয়সংলগ্ন একটি এলাকার তাহসিন আহমদ নামের এক বছর বয়সী শিশু ‘অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট’ রোগে আক্রান্ত। 

তার চিকিৎসা সহায়তার জন্য ‘জ্ঞানগর্ভে হৃদস্পন্দন’ প্রতিপাদ্যকে সামনে রেখে এই বইমেলার আয়োজন করেছে স্বপ্নোত্থান। ৩ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬ টা এবং ছুটির দিনে বেলা ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ মেলা বসবে। বইমেলায় ১৯টি প্রকাশনীর ১৬টি স্টল বসেছে। এসব প্রকাশনী থেকে শর্তসাপেক্ষে অনুমোদন নিয়ে কিছুসংখ্যাক বই মেলার জন্য নিয়েছে সংগঠনটির স্বেচ্ছাসেবীরা। এসব বই বিক্রি থেকে প্রাপ্ত সকল মুনাফা ওই শিশুটির চিকিৎসাখাতে ব্যয় করা হবে।

যাযাদি/ এস