১২ শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি দিল ইবির বাংলা বিভাগ
প্রকাশ | ০৩ অক্টোবর ২০২৩, ২০:৩৭

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বাংলা বিভাগের সর্বোচ্চ ফলাফলধারী ১২ শিক্ষার্থীকে ‘প্রফেসর হাবিব আর রহমান ও সাহেদা খানম-সরওয়ার মুর্শেদ’ শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে। মঙ্গলবার (৩ অক্টোবর) বেলা ১১ টায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ‘বৃত্তি প্রদান’ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিভাগের স্নাতক সম্মান চতুর্থ বর্ষের সর্বোচ্চ ফলাফলধারী ৪ শিক্ষার্থীকে ‘প্রফেসর হাবিব আর রহমান’ শিক্ষাবান্ধব বৃত্তি প্রদান করা হয়। এছাড়া সকল সেশনের সর্বেচ্চ ফলাফলধারী ৮ শিক্ষার্থীকে ‘সাহেদা খানম-সরওয়ার মুর্শেদ’ শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
‘প্রফেসর হাবিব আর রহমান’ শিক্ষাবান্ধব বৃত্তি পেয়েছেন কন্যাতুন নেছা, শাকিলা খাতুন, আবু সাঈদ ও ফারহানা সুলতানা।
এদিকে সাহেদা খানম-সরওয়ার মুর্শেদ’ শিক্ষাবৃত্তি পেয়েছেন, কন্যাতুন নেছা, আবু সাঈদ, জলি খাতুন, পিউলি রায়, তাসনিম আমিন সোমা, হানিফা খাতুন, রিপা সুলতানা রিতু ও মৃত্তিকা মুখোপাধ্যায়।
বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. গাজী মাহবুব মুর্শিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. হাবির আর রহমান। বিশেষ অতিথি ছিলেন অর্থনীতি বিভাগের অধ্যাপক আব্দুল মুঈদ।
এসময় বিভাগের অধ্যাপক ড. নাসরিন আক্তার, ড. হাবিবুর রহমান, ড. রবিউল হোসেন, ড. মনজুর রহমান, ড. শেখ রেজাউল করিম, ড. খন্দকার আরিফা আক্তার, ড. বাকী বিল্লাহ, ড. তপন কুমার রায়, ড. সাইফুজ জামান, সহকারী অধ্যাপক রোজী আহমেদ ও ফৌজিয়া খাতুন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিভাগের অধ্যাপক ড. রশিদুজ্জামান।
যাযাদি/ এম