তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ইবিতে ইউট্যাবের মানববন্ধন
প্রকাশ | ১১ নভেম্বর ২০২৩, ১৮:৪০
নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে মানববন্ধন করেছে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা। শনিবার (১১ নভেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সংগঠনটির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ আবু জাফর খানের সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন।এছাড়া অধ্যাপক ড. এ. কে. এম মতিনুর রহমান, ড. এমতাজ হোসেন, ড. আব্দুস সামাদ, ড. নজিবুল হক ও ড. রুহুল আমিন ভূইয়াসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় ড. তোজাম্মেল হোসেন বলেন, ‘আজকে আওয়ামী লীগ সরকার বাংলাদেশে দীর্ঘ ১৫ বছর ধরে ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছে। বিগত কয়েকটা নির্বাচনে তারা দিনের ভোট রাতে নিয়েছে এবং শুধু নিয়ম রক্ষার নির্বাচন করেছে। তারা বিভিন্ন ছলনার মাধ্যমে এই দেশকে শোষণের হাতিয়ার হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এই সমস্ত অন্যায়-অবিচারের বিরুদ্ধে সজাগ হয়ে বাংলাদেশর জনগণ আবারও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে নেমে পড়েছে। এরই ধারাবাহিকতায় দীর্ঘদিন ধরে বিএনপির নেতৃত্বে সারা বাংলাদেশে বিভিন্ন কর্মসূচি চলমান রয়েছে।’
তিনি আরও বলেন, ‘বিএনপির নেত্রী বাংলাদেশের তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য জাতিসংঘ থেকে আবেদন জানানো হয়েছে অথচ সেটাকে ভ্রুক্ষেপ না করে সরকার আবারও একটা ১৮ সালের মতো দিনের ভোট রাতে নেওয়ার আয়োজন করছে। এর প্রতিবাদে আমরা এ কর্মসূচিতে এসেছি। যে মূলনীতি নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল তার প্রধান বিষয় ছিল বাক স্বাধীনতা। আজকে মানুষের বাকস্বাধীনতা কে রুদ্ধ করা হয়েছে, গণতন্ত্রকে পাঠানো হয়েছে নির্বাসনে।’
মানববন্ধনে তিনি বলেন, ‘একটা সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকারের দাবি রেখে এই গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে যারা নিহত হয়েছেন তাদের রুহের মাগফেরাত কামনা করছি এবং যারা কারাগারে অন্তরীণ রয়েছেন তাদের মুক্তি কামনা করছি। সরকারকে আমরা অনুরোধ জানাবো, গণতন্ত্রের পথে আসেন নিজে শান্তিতে থাকুন, দেশকে শান্তিতে রাখুন।’
যাযাদি/ এম