হাবিপ্রবির আইভি রহমান হলের নতুন সহকারী হল সুপার আজিজুল হক
প্রকাশ | ১৯ নভেম্বর ২০২৩, ১৬:৫৫
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) আইভি রহমান হলের সহকারী হল সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন বায়োকেমিস্ট্রি এন্ড মলিকিউলার বায়োলজি বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ড. মো. আজিজুল হক।
উপাচার্য প্রফেসর ড. এম কামরুজ্জামানের অনুমোদনক্রমে রেজিস্ট্রার প্রফেসর ড. সাইফুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ড. মো. আজিজুল হক-কে তার নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে পরবর্তী ০৩ (তিন) বছর মেয়াদে আইভি রহমান হলের সহকারী হল সুপার হিসেবে নিযুক্ত করা হলো। এ আদেশ ১১/১১/২০০৩ খ্রি. তারিখ হতে কার্যকর।
রবিবার (১৯ নভেম্বর) নতুন সহকারী হল সুপারকে ফুল দিয়ে বরণ করে নেয় আইভি রহমান হলের হল সুপার প্রফেসর আদিবা মাহজাবিন নিতু ও সহকারী হল সুপার হাসি সাহা সহ হলের কর্মকর্তা কর্মচারীরা।
দায়িত্ব পেয়ে ড. মো.আজিজুল হক বলেন, শিক্ষকতা ও গবেষণার পাশাপাশি প্রশাসনের সাথে যুক্ত হয়ে অতিরিক্ত দায়িত্ব পালন করা আমার জন্য একটি আনন্দের ব্যাপার। উপাচার্য আমাকে আইডি রহমান হলে যুক্ত করার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই দায়িত্ব পালনে বিশ্ববিদ্যালয় প্রশাসন, হল প্রশাসনসহ শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করছি।
উল্লেখ্য যে, ড. আজিজুল হক ২০২১ সাল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান হলের সহকারী হল সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি বিশ্ববিদ্যালয়ের ই-গভর্নেন্স ও ইনোভেশন টিমের ফোকাল পয়েন্ট ও সদস্য সচিব এবং বিশ্ববিদ্যালয় শিক্ষক-কর্মকর্তা ক্লাবের কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করছেন।
যাযাদি/ এম