রাজশাহীতে নৃবিজ্ঞান বিষয়ক প্রকল্প 'এন্থ্ররুটস' অনুষ্ঠিত হবে ১৩ ডিসেম্বর
প্রকাশ | ১২ ডিসেম্বর ২০২৩, ১৪:১০

মার্কিন যুক্তরাষ্ট্রের নৃবিজ্ঞান বিষয়ক প্রতিষ্ঠান ইন্সটিউট অব এপ্লাইড এন্থ্রপলজি কর্তৃক পেল্টো ইন্টারন্যাশনাল এওয়ার্ড ২০২৩ এর আওতায় পরিচালিত ফলিত নৃবিজ্ঞান বিষয়ক প্রকল্প 'এন্থ্ররুটস' অনুষ্ঠিত হবে আগামীকাল ১৩ ডিসেম্বর । কার্যক্রমটি সকাল ৯টায় রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে প্রতিষ্ঠানটি এ তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয় , বাংলাদেশে স্কুল ও কলেজ পর্যায়ে নৃবিজ্ঞানের জ্ঞান ও মূল্যবোধ প্রচারের মাধ্যমে একটি জ্ঞান নির্ভর, পরমতসহিষ্ণু প্রজন্ম গঠনে সক্রিয় সহযোগিতার লক্ষ্যে কাজ করছে প্রকল্পটি। অনুষ্ঠানটিতে রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ থেকে ৩২৭জন শিক্ষার্থী, ১০জন শিক্ষক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২৫জন শিক্ষার্থী এই কার্যক্রমে অংশগ্রহণ করবেন ।
অনুষ্ঠানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও পেল্টো ইন্টারন্যাশনাল ২০২৩ পদকপ্রাপ্ত নৃবিজ্ঞানী অধ্যাপক একেএম মাজহারুল ইসলাম, বিশিষ্ট লেখক ও মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক মামুন হুসাইন, ভিসকম এর প্রধান নির্বাহী মারুফ কবির, কলেজের অধ্যক্ষ লে কর্নেল রেজাউল করিম, রাজশাহী অঞ্চলের অতিরিক্ত ডিআইজি বিজয় বসাক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক লিটন হুসাইন ও মোস্তাফিজুর রহমান প্রমুখ উপস্থিত থাকবেন।
যাযাদি/ এস