শীতার্তদের মাঝে উষ্ণতা ছড়াচ্ছে হাবিপ্রবির গণতান্ত্রিক শিক্ষক পরিষদ

প্রকাশ | ১৯ জানুয়ারি ২০২৪, ১৪:৪০

হাবিপ্রবি প্রতিনিধি

অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষকদের অন্যতম সংগঠন মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী গণতান্ত্রিক শিক্ষক পরিষদ।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকেল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি সম্মুখে এ শীতবস্ত্র বিতরণ করে সংগঠনটির নেতৃবৃন্দ।

 এ সময় উপস্থিত ছিলেন গণতান্ত্রিক শিক্ষক পরিষদের , সাবেক সভাপতি প্রফেসর ড. ফাহিমা খানম, কৃষি অনুষদের ডীন প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার, এডহক কমিটির সদস্য সচিব প্রফেসর ড. শ্রীপতি সিকদার, শেখ সায়েরা খাতুন ছাত্রী হলের হল সুপার প্রফেসর ড. মোছা. আফরোজা খাতুন, সাবেক সাধারণ সম্পাদক প্রফেসর ড. রোজিনা ইয়াসমিন (লাকি), মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. খালেদ হোসেনসহ অন্যান্য সদস্যবৃন্দ।
 
এ সময় এডহক কমিটির সদস্য সচিব প্রফেসর ড. শ্রীপতি সিকদার বলেন, উত্তরাঞ্চলে শীতের প্রকোপ দিনদিন বেড়েই যাচ্ছে। তাই আপনাদের নিয়ে হাবিপ্রবির গণতান্ত্রিক শিক্ষক পরিষদের এই আয়োজন। গণতান্ত্রিক শিক্ষক পরিষদ বঙ্গবন্ধুর আদর্শকে সামনে রেখে ভবিষ্যতেও এমন কাজের ধারাবাহিকতা বজায় রাখবে।

হাড়কাঁপানো এ শীতে কম্বল হাতে পেয়ে আনন্দে উৎফুল্ল হয়ে উঠেছে কম্বল পাওয়া প্রান্তিক মানুষেরা। সেই সঙ্গে কম্বল পাওয়া দরিদ্র মানুষরা সাধুবাদ জানিয়েছেন আয়োজকদের ।

যাযাদি/ এস