জাবি প্রেসক্লাবের নির্বাচন ২৮ জানুয়ারি

প্রকাশ | ২৩ জানুয়ারি ২০২৪, ১৮:২৮

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রেসক্লাবের ২০২৪-২৫ কার্যকরী পর্ষদ নির্বাচন আগামী ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের প্রেসক্লাব কার্যালয়ে নির্বাচনী তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশনার সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তারিকুল ইসলাম।

জাবি প্রেসক্লাবের গঠনতন্ত্রের ১৭ নং ধারায় বর্ণিত নির্বাচনী বিধিমালা অনুযায়ী গঠনতন্ত্রের ১০ নং ধারায় বর্ণিত সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম-সম্পাদক, কোষাধ্যক্ষ, দপ্তর সম্পাদক, গ্রন্থাগার সম্পাদক ও কার্যকরী সদস্য-১ ও কার্যকরী সদস্য-২ মোট ৯টি পদে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচনী তফসিল অনুযায়ী চুড়ান্ত ভোটার তালিকা আজ সকাল ১১টায় প্রকাশিত হয়েছে। আগামীকাল ২৪ জানুয়ারি সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জাবি প্রেসক্লাব কক্ষে মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদান চলবে। বিকাল ৫টায় বৈধ প্রার্থী তালিকা প্রকাশিত হবে। 

পরদিন ২৫ জানুয়ারি সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত প্রার্থীতা প্রত্যাহার শেষে বিকাল ৪ টায় চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। আগামী ২৮ জানুয়ারি (রবিবার) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব কক্ষে সকাল সাড়ে ৯ টা থেকে সাড়ে ১২ টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ওইদিন বেলা ১ টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।

নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, যেকোনো প্রতিষ্ঠানের গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার জন্য একটি স্বাধীন, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। এরই ধারাবাহিকতায় জাবি প্রেসক্লাব যথাসময়ে নির্বাচনের আয়োজন করেছে। গঠনতন্ত্র অনুযায়ী এবং সংগঠনের সকল সদস্যের আন্তরিক সহযোগিতায় একটি স্বচ্ছ ও স্বাভাবিক নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আমি বিশ্বাস করি।

নির্বাচনে সহকারী নির্বাচন কমিশনার হিসেবে ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক এবাদুল্লাহ খান এবং আইন ও বিচার বিভাগের প্রভাষক আ জ ম উমর ফারুক সিদ্দিকী দায়িত্ব পালন করবেন। নির্বাচনে দাপ্তরিক কাজে সহযোগিতার জন্য সচিবের দায়িত্ব পালন করবেন জাবি প্রেসক্লাবের সাবেক সভাপতি ইমন মাহমুদ।

এসময় অন্যান্যের মধ্যে জাবি প্রেসক্লাবের সভাপতি শিহাব উদ্দিন, সাধারণ সম্পাদক হাসিব সোহেল, সহ-সভাপতি মোসাদ্দেকুর রহমান ও যুগ্ম-সম্পাদক নোমান বিন হারুনসহ সংগঠনের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

যাযাদি/ এম