খুবির ওংকার শৃণুতা’র নেতৃত্বে সাব্বির-মাশিয়াত

প্রকাশ | ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৩৩

খুবি প্রতিনিধি

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) প্রথম আবৃত্তি বিষয়ক সংগঠন ওংকার শৃণুতা’র নতুন কমিটি গঠিত হয়েছে। কমিটিতে প্রধান সমন্বয়ক হিসেবে ইংরেজি ডিসিপ্লিনের ৪র্থ বর্ষের শিক্ষার্থী সাব্বির আহমেদ সুমন ও সমন্বয় সচিব হিসেবে একই ডিসিপ্লিনের মাশিয়াত ফাতিন মনোনীত হয়েছেন।

গতকাল ওংকার শৃণুতা এর পুনর্মিলনী ও দায়িত্ব হস্তান্তর উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের অদম্য বাংলা’য় আয়োজিত ‘শব্দ সারথি ৪’ অনুষ্ঠানে এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন, সহ প্রধান সমন্বয়ক মো. আসাদুর রহমান, সহ সমন্বয় সচিব সেলিম পারভেজ,  অর্থ সমন্বয়ক সুমি সরকার, সহ-অর্থ সমন্বয়ক শারিমন সুলতানা, আবৃত্তি সমন্বয়ক মোঃ ইমরান খান, সহ আবৃত্তি সমন্বয়ক খায়রুন নাহার, দপ্তর সমন্বয়ক খাদিজাতুল কুবরা ও সহ-দপ্তর সমন্বয়ক রাফিদ ফয়সাল কাব্য, প্রচার সমন্বয়ক জ্যোতি রায়, সহ-প্রচার সম্পাদক সৈয়দা নুসাইবা সুলতানা।

এছাড়া কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন, মনীষা দীপান্বিতা, মুশফিক আঁকিব, ইসরাত জাহান মিম, রোমান হোসেন, মো. আবু বকর সিদ্দিক, সেতু রাণী দাশ, রাফিদুল ইসলাম, নূর হাসান শাহরিয়ার, নাফিয়া ওয়াহিদ নির্ঝর, সুমাইয়া জান্নাত মাহী, সৌরভ রায়,সাদিয়া ইসলাম, অনন্যা বাছাড়, মাধুরী বিশ্বাস, জেরিন তাসনিম।

দায়িত্ব হস্তান্তার অনুষ্ঠানে অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন  খুলনা বিশ্ববিদ্যালয় ছাত্রবিষয়ক পরিচালক (চলতি দায়িত্ব) মোহাম্মদ রকিবুল হাসান সিদ্দিকী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওংকার শৃণুতার প্রধান উপদেষ্টা  ড.মো মনিরুল ইসলাম।

এছাড়া অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের অমিত্রাক্ষর, ভৈরবী ও কৃষ্টি, বায়স্কোপ, কেইউপিএস মোট ৫টি অতিথি সংগঠনের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

যাযাদি/ এম