ইকরামুল হক টিটুকে মেয়র নির্বাচিত করতে নোবিপ্রবিতে মতবিনিময় 

প্রকাশ | ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ২০:২৪

নোবিপ্রবি প্রতিনিধি

আগামী ৯ মার্চ আসন্ন ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে ইকরামুল হক টিটুকে পুনরায় বিজয়ী করার লক্ষ্যে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অধ্যয়নরত বৃহত্তর ময়মনসিংহের শিক্ষার্থীদের আয়োজনে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশন সাবেক সভাপতি ও বর্তমান ছাত্র উপদেষ্টা শাহরিয়ার নাসের, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আরাফাতুল হক আশিক, বিজ্ঞান অনুষদ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইফতিয়ার জাহান নাবিদ, বৃহত্তর ময়মনসিংহ অ্যাসোসিয়েশনের সাবেক সহ-সভাপতি ধ্রুব কান্তি বকসী, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ ছাত্রলীগের সভাপতি মো. সাদ্দাম হোসাইন সুমন, অ্যাসোসিয়েশনের সভাপতি নির্ঝর আহমেদ, সাধারণ সম্পাদক নাফিজ আল আবিদ অর্নব, মো. রুহুল আমিন, মাহমুদুল হাসান লোমানসহ অন্যরা। 

মতবিনিময় সভায় বক্তারা বলেন, ইকরামুল হক টিটু সবসময় শিক্ষার্থীদের কল্যাণে কাজ করেছেন। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ময়মনসিংহের শিক্ষার্থীদের সুখে-দুঃখে সবসময় সঙ্গী হয়ে পাশে থেকেছেন। ইতিহাস, ঐতিহ্য আর শিক্ষার নগরীখ্যাত ময়মনসিংহ সিটিকে আরো এগিয়ে নিতে ইকরামুল হক টিটুর বিকল্প নেই। 

এ সময় আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে একজন শিক্ষার্থীবান্ধব জননেতা হিসেবে ইকরামুল হক টিটুকে পুনরায় মেয়র নির্বাচিত করার জন্য শিক্ষার্থীদের কাজ করার আহ্বান জানান বক্তারা।

যাযাদি/ এম