বেরোবিতে গাইবান্ধা জেলা সমিতির ইফতার ও নবীন বরণ অনুষ্ঠিত
প্রকাশ | ২১ মার্চ ২০২৪, ১০:৪৫

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) গাইবান্ধা জেলার সমিতির আয়োজনে নবীনবরণ ও ইফতার মাহফিল-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটোরিয়ার দ্বিতীয় তলায় এই নবীন বরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা সমিতির সভাপতি লুবনা হক মিমির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ শিহাব মন্ডলের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক উত্তরের সহকারী পুলিশ কমিশনার (অতিরিক্ত দায়িত্ব স্টাফ অফিসার টু কমিশনার)জয়ন্ত কুমার সেন,মাহিগঞ্জ থানার অফিসার ইনচার্জ রওশন কবির,কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোন্তাছের বিল্লাহ।
এ ছাড়াও উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি মোবাশ্বের আহমেদ,ছাত্র উপদেষ্টা মৃতিশ চন্দ্র বর্মন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়া, এশিয়ান ট্যুরস এন্ড ট্রাভেলস এর স্বত্বাধিকারী শাহজাহান লিটন প্রমুখ।
এসময় আমন্ত্রিত অতিথিরা বলেন,আমরা গাইবান্ধা থেকে যারা আসছি,এইখানে এটা একটা পরিবার। গাইবান্ধা থেকে আসা ছাত্রদের যেকোনো সমস্যায় পাশে থাকবো সবসময়।আমরা ইতোপূর্বে ভর্তি পরীক্ষার সময় ছাত্র-ছাত্রীদের আবাসন ব্যবস্থা সহ বিভিন্ন প্রয়োজনে সহযোগীতা করেছি ,আমাদের সাহায্যের এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করা হয়।
যাযাদি/ এসএম