ইবি প্লেয়ারস অ্যাসোসিয়েশন কর্তৃক সংবর্ধনা অনুষ্ঠান
প্রকাশ | ৩০ মার্চ ২০২৪, ১৯:৪৫

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্লেয়ারস অ্যাসোসিয়েশন কর্তৃক সংবর্ধনা ও ইফতার মাহফিলের আয়োজন করেছে।
এতে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট শাহ মনজুরুল হক ও কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ নুরুল হুদা আনসারী নির্বাচিত হওয়ায় সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।
এছাড়াও আরও তিনজন খেলোয়াড় (মোল্লা সাবিরা সুলতানা, আব্দুল্লাহিল কাফি ও শাহরিয়ার সুলতানা সুচি)-কে সংগঠনের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়।
শুক্রবার বিকাল ৪ টায় শেরে-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শেখ কামাল ভবন অডিটরিয়ামে এর আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন আইন বিভাগের অধ্যাপক ড. সেলিম তোহা, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি সরকারি অধ্যাপক আফসার আলী, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আক্তার হোসেন।
এছাড়া ইবির শারীরিক শিক্ষা বিভাগের সাবেক পরিচালক ইয়াহিয়া, নুরুল ফেরদৌস, ড. মুহাম্মদ সোহেল, রমো গ্রুপের চেয়ারম্যান ও অ্যাসোসিয়েশনের উপদেষ্টা সিআইপি মোঃ মহসিন, সুপ্রিম কোর্টের আইনজীবী ও অ্যাসোসিয়েশনের উপদেষ্টা মোহাম্মদ আলী উপস্থিত ছিলেন।
যাযাদি/ এম