বেরোবি শাখা ছাত্রলীগ কর্মী আরিফের অসহায়দের মাঝে ইফতার বিতরণ 

প্রকাশ | ০২ এপ্রিল ২০২৪, ১০:৫৭

বেরোবি প্রতিনিধি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রলীগের কর্মী সেজান আহমেদ (আরিফ) এর কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী অসহায় ও খেটে-খাওয়া মানুষের মাঝে ইফতার বিতরণ করেন। 

সোমবার (১ এপ্রিল) বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্কেমোড় এলাকায় প্রায় ১০০ জনকে এই ইফতার বিতরণ করেন। 

এসময় উপস্থিত ছিলেন বেরোবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামীম মাহাফুজ, সাংগঠনিক সম্পাদক ধনঞ্জয় কুমার দাস টগর, শাখা ছাত্রলীগ কর্মী  মাহামুদ রানা, মৃত্যুঞ্জয়, নাজমুল হুদা প্রমুখ। 

ইফতার বিতরণকালে আরিফ বলেন, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সাদ্দাম হোসেন ভাইয়ের নির্দেশনায় ব্যক্তিগত উদ্যোগে অসহায় দুস্থ মানুষের মাঝে ইফতার বিতরণ করেছি। আগামীতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।বাংলাদেশ ছাত্রলীগ সবসময় অসহায় দরিদ্র ও খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ায়।তাদের অধিকারের কথা বলে।

যাযাদি/ এসএম