ইবিতে ‘ইসলামী চিন্তার উন্নয়নে নদওয়াতুল উলামার অবদান’ শীর্ষক পিএইচ.ডি সেমিনার

প্রকাশ | ০২ এপ্রিল ২০২৪, ২০:২৯

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘ইসলামী চিন্তার উন্নয়নে নদওয়াতুল উলামার অবদান’ শীর্ষক পিএইচ.ডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এর আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের আরবী ভাষা ও সাহিত্য বিভাগ। 

মঙ্গলবার বেলা সাড়ে ১২ টায় বিভাগের আ.ব.ম. মুখলেছুর রহমান সেমিনার লাইব্রেরিতে এটি অনুষ্ঠিত হয়। 

বিভাগের সভাপতি অধ্যাপক ড. আব্দুল মোত্তালিবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. এমতাজ হোসেন। বিশেষ অতিথি ছিলেন গবেষণার তত্বাবধায়ক অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন। 

এছাড়া আলোচক হিসেবে ছিলেন বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মাহবুবুর রহমান, অধ্যাপক ড. এ কে এম মফিজুল ইসলাম, অধ্যাপক ড. কামরুল হাসান ও বিভিন্ন বিভাগের শিক্ষকরা । 

সেমিনারে গবেষণাপত্র উপস্থাপন করেন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের পিএইচডি গবেষক এইচ এম আতাউর রহমান।

যাযাদি/ এম