'আমরা তো তিমিরবিনাশী' প্রতিপাদ্যে পালিত হবে এবারের বাংলা নববর্ষ

প্রকাশ | ০৭ এপ্রিল ২০২৪, ১৫:২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

‘আমরা তো তিমিরবিনাশী’ প্রতিপাদ্য কে সামনে রেখে এবারে বাংলা নববর্ষ উদযাপন করা হবে।

রোববার (৭ এপ্রিল) বেলা ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারি-২ তে মঙ্গল শোভাযাত্রা উদযাপন উপ-কমিটি এবং বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপন কেন্দ্রীয় সমন্বয় কমিটির সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ। এতে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন, প্রক্টর অধ্যাপক ডক্টর মাকসুদুর রহমান, নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত প্রমুখ।

সংবাদ সম্মেলনে সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ বলেন, “এবারের মঙ্গল শোভাযাত্রার প্রতিপাদ্য হবে ‘আমরা তো তিমিরবিনাশী’।"

নববর্ষ উদযাপনে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী, বিশ্ববিদ্যালয় প্রশাসন, সাংবাদিকসহ সবার সহযোগিতা কামনা করেন তিনি।

রামেন্দু মজুমদার বলেন, “আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্দেশে আমাদের অনুরোধ, আপনারা দূর থেকে নিরাপত্তা দেবেন যাতে মঙ্গল শোভাযাত্রাকে আর্মি প্যারেড মনে না হয়। আর সন্ধ্যা ৬টার মধ্যে সব কর্মসূচি শেষ করার যে বাধ্যবাধকতা আইনশৃঙ্খলা বাহিনী জারি করেছে আমারা তা এবার মানতে চাই না।”

জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং দৈনিক ভোরের কাগজ পত্রিকার সম্পাদক শ্যামল দত্ত  মঙ্গল শোভাযাত্রা সম্পর্কে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে জানান,"মৌলবাদীরা যতই প্রচারণা চালাক না কেন, মঙ্গল শোভাযাত্রার জনপ্রিয়তা বাড়ছে।জনগণ সম্পৃক্ত থাকলে মঙ্গল শোভাযাত্রা আরো বাড়বে।"

যাযাদি/ এসএম