বেরোবিতে ‘এ’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

প্রকাশ | ২৭ এপ্রিল ২০২৪, ১৯:২৬

বেরোবি প্রতিনিধি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের জিএসটি গুচ্ছভুক্ত স্নাতক (সম্মান) শ্রেণির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ এপ্রিল) বেরোবি ও রংপুরের সাতটি উপকেন্দ্র সহ সারা দেশে একজোগে বেলা ১২ টায় হতে দুপুর ১ টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বেরোবি সহ সাতটি উপকেন্দ্রে ‘এ’ ইউনিটের ১৬ হাজার ২২৮ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ১৪ হাজার ৯৯৭ জন। পরীক্ষায় উপস্থিতির হার ৯২.৪১ শতাংশ।


সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরিফুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও পুলিশ প্রশাসনের সহায়তায় পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। কেন্দ্রে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি।

উল্লেখ্য, আগামী ০৩ মে শুক্রবার 'খ' ইউনিট ও ১০ মে শুক্রবার 'গ' ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

 

যাযাদি/এসএস