শাবিতে অধ্যাপক জিয়া রহমানের স্মরণসভা

প্রকাশ | ২৯ এপ্রিল ২০২৪, ১৭:৫৩

শাবি প্রতিনিধি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগের প্রয়াত সাবেক অধ্যাপক ড. জিয়া রহমানের স্মরণসভা হয়েছে। 

সোমবার সকাল ১১টায় শাবির মিনি অডিটোরিয়ামে সভার আয়োজন করেন সমাজবিজ্ঞান বিভাগ কর্তৃপক্ষ। 

এতে বিভাগীয় প্রধান অধ্যাপক ড. তানজিনা চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। প্রধান আলোচক হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু গবেষণা সেলের পরিচালক অধ্যাপক ড. মো. আব্দুল গণি। 

এতে সহকারী অধ্যাপক অভিজিৎ চক্রবর্তী অয়নের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন, অধ্যাপক ড. মো. জসিম উদ্দিন, অধ্যাপক ড. মো. আল অমিন, অধ্যাপক ড. মো. আতিকুল হক, অধ্যাপক মো. ফারুক উদ্দিন প্রমুখ।

যাযাদি/ এম